কল্যাণীতে এইমস, ক্ষুব্ধ রায়গঞ্জ
কল্যাণীতে এইমস হওয়ার খবরে উচ্ছ্বসিত কল্যাণীর বাসিন্দারা। তবে ক্ষুব্ধ রায়গঞ্জ। সোমবার ২৪ ঘণ্টার রায়গঞ্জ বনধের ডাক দিয়েছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কর্মাস। বনধকে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস।
কল্যাণীতে এইমস হওয়ার খবরে উচ্ছ্বসিত কল্যাণীর বাসিন্দারা। তবে ক্ষুব্ধ রায়গঞ্জ। সোমবার ২৪ ঘণ্টার রায়গঞ্জ বনধের ডাক দিয়েছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কর্মাস। বনধকে সমর্থন জানিয়েছে বাম ও কংগ্রেস।
রায়গঞ্জ না কল্যাণী! এইমস নিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিয়েছে নদিয়ার কল্যাণীতে এইমসের ধাঁচের হাসপাতাল হবে। এই খবরে খুশির হাওয়া কল্যাণীতে। বিষাদের ছায়া রায়গঞ্জে।
৯৪ সালের ২৬ সেপ্টেম্বর তত্কালীন রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মা কল্যাণীতে এইমসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। দেরশ একর জমি বরাদ্দ হয়েছিল। রাজনৈতিক পালাবদলে পর দিনের আলো দেখেনি এইমস। তারপর পেরিয়ে গেছে বহু বছর। সেই কল্যাণীতে এইমসের ঘোষণা হওয়ায় উচ্ছস্বিত কল্যাণীর মানুষ।
তবে রাজ্যের মাটিতে এইমস নিয়ে আসার জন্য আন্দোলন করেছিলেন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। কিন্তু জমি জটিলতায় অন্ধকারে চলে যায় রায়গঞ্জে এইমসের ভবিষ্যত। কেন্দ্রীয় সরকারের ঘোষণায় অখুশি রায়গঞ্জ। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে তেইশে জুন রায়গঞ্জ বনধের ডাক দিয়েছে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কর্মাস। এই বনধে সমর্থন জানিয়েছে জেলা বাম ও কংগ্রেস।
রায়গঞ্জ এইমস না হওয়ায় কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বামেরা।