মুখ্যমন্ত্রীর প্রোফাইল পিকচারে বিদ্যাসাগরের ছবি, আজ শহরে ধিক্কার মিছিল

 তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল সাইটের অ্যাকাউন্টেও বিদ্যাসাগরের ছবি প্রোফাইলে ব্যবহার করা হয়েছে। 

Updated By: May 15, 2019, 10:10 AM IST
 মুখ্যমন্ত্রীর প্রোফাইল পিকচারে বিদ্যাসাগরের ছবি, আজ শহরে ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগর কলেজে ঢুকে ভাঙচুর, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জের। প্রতিবাদে সোচ্চার সব মহল। রাতারাতি ফেসবুকে নিজের প্রোফাইল পিকচার বদলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক,  টুইটারে প্রোফাইলে বিদ্যাসাগরের ছবি ও কভারে প্রতিবাদের ভাষা কালো করেছেন তিনি। 

 

শুধু তাই নয়, তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল সাইটের অ্যাকাউন্টেও বিদ্যাসাগরের ছবি প্রোফাইলে ব্যবহার করা হয়েছে। 
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় প্রতিবাদে সরব সব মহলই। এই আন্দোলন যে বৃহত্তর আকার নিতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে আগেই। 

বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় আজ রাজ্যজুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল
বুধবারই প্রতিবাদ মিছিল বার করবে তৃণমূল। ধিক্কার মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেলেঘাটা থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হবে। গলায় মণীষীদের ছবি ঝুলিয়ে দলের নেতা কর্মীদের মিছিলে হাঁটার নির্দেশ দিয়েছেন নেত্রী।  শহরে একাধিক মিছিল বের করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বুধবার সকাল এগারোটায় কলেজ স্কোয়ার থেকে হেদুয়ায় বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট।   
উল্লেখ্য, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, পাল্টা অভিযোগ জানাবে বিজেপিও। আজই সপ্তম দফা নির্বাচন নিয়ে রিভিউ মিটিং হবে কমিশনে। বৈঠকে থাকবেন পর্যবেক্ষক অজয় নায়েক। সেখানে উঠতে পারে বিদ্যাসাগরে কলেজে ভাঙচুরের প্রসঙ্গও। 

.