ফিকি`র উদ্যোগে ক্ষুব্ধ আমরি কাণ্ডে নিহতদের পরিজনরা

আমরি কর্তাদের গ্রেফতারের ঘটনা নিয়ে ফিকির বিবৃতির কড়া সমালোচনা করলেন মৃতদের পরিজনরা। তাঁদের প্রশ্ন, এই বিবৃতি দিয়ে ফিকি কি কাউকে আড়াল করার চেষ্টা করছে।

Updated By: Jan 4, 2012, 08:19 PM IST

আমরি কর্তাদের গ্রেফতারের ঘটনা নিয়ে ফিকির বিবৃতির কড়া সমালোচনা করলেন মৃতদের পরিজনরা। তাঁদের প্রশ্ন, এই বিবৃতি দিয়ে ফিকি কি কাউকে আড়াল করার চেষ্টা করছে। ওই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।
আমরি কাণ্ডে ধৃত কর্তাদের মুক্তির দাবি জানিয়ে সোমবারই বিবৃতি দেয় ফিকি। বিবৃতিতে বলা হয়, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হাসপাতালের দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত নয়। তাই সরাসরি অভিযুক্তদের থেকে আমরির কর্তাদের পৃথকভাবে দেখার দাবি করা হয়েছে।
অন্যদিকে বিষ গ্যাসে প্রিয়জনদের হারিয়ে মৃতদের পরিজনদের এখন একটাই দাবি, উপযুক্ত শাস্তি পাক দোষিরা। একইসঙ্গে তাঁদের প্রশ্ন পুরো বিষয়টি নিয়ে যখন আদালতে মামলা চলছে তখন ফিকির এই বিবৃতির কারণ কী।

.