২৪ ঘণ্টার অনন্য সাধারণ চন্দন বাউড়ি

২৪ ঘণ্টার অনন্য সাধারণ চন্দন বাউড়ি

Updated By: Mar 22, 2014, 12:02 AM IST

২৪ ঘণ্টার অনন্য সাধারণ চন্দন বাউড়ি

তারকেশ্বরের মেঠো পথ ধরে বেশ কয়েক কিলোমিটার হাঁটা পথ। রামনগর গ্রাম। এই গ্রামের একটি দশ ফুট/দশ ফুট ঘরে বেড়ে উঠছে বাংলার অ্যাথলেটিক্স জগতের এক প্রতিভা। চলতি বছর সর্বস্তরে জাতীয় রেকর্ড গড়ে খবরের শিরোনামে। জুনিয়র ন্যাশনালে ২০০/৪০০ মিটার দৌড়ে ন্যাশনাল রেকর্ড গড়েন। একই রেকর্ড গড়েন রাজ্য এবং পূর্বাঞ্চলীয় মিটে। মির্বাচিত ফেডারেশন কাপে। তিনি চন্দন বাউড়ি। বাবা নেই। মা লোকের বাড়ি কাজ করে ছেলের স্বপ্নপূরণে বদ্ধপরিকর। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের হার্ডেলস টপকানোর পাশাপাশি জীবনযুদ্ধের হার্ডেলস এখনও টপকে চলেছেন চন্দন বাউড়ি।

.