Jalpaiguri: 'অ'-এ অজগর এবার ধান খেতে! চাষের মাঠে অজগর জুবুথুবু গ্রামবাসী...

Jalpaiguri: পুর্ব ডামডিমের সেনপাড়া এলাকায় রাত ৮ টা নাগাদ তারঘেরা জঙ্গল থেকে চলে আসে। এরপর ধান খেতে বেশ কিছুক্ষন ধান খেয়ে গ্রামের দিকে ঢোকার চেষ্টা করলে গ্রামবাসিরা জঙ্গলে ফেরায় হাতিটিকে। 

Updated By: Nov 14, 2024, 11:52 AM IST
Jalpaiguri: 'অ'-এ অজগর এবার ধান খেতে! চাষের মাঠে অজগর জুবুথুবু গ্রামবাসী...

অরূপ বসাক: ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে এসেছি 'অ'-এ অজগর আসছে তেড়ে। কিন্তু কী হবে যদি সেই অজগর চলে আসে আপনার চাষের জমিতে! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। ধান খেত থেকে উদ্ধার অজগর। বৃহস্পতিবার সকালে কৃষকরা ধান কাটতে গিয়ে জমির মধ্যে দেখতে পায় বিরাট এই অজগরটিকে। 

আরও পড়ুন: WB Weather Update: আগামিকাল থেকেই পড়বে পারদ, ঠান্ডাতেও ভোগাবে বৃষ্টি! 

মালবাজার মহকুমার চালসার বাতাবারি চুপড়িপাড়া এলাকার ধান ক্ষেত থেকে উদ্ধার হয় বিশালাকার অজগর।  এরপর স্থানিয়রাই সাপটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। পরবর্তীকালে খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনকর্মিদের হাতে এরপর অজগরটিকে তুলে দেওয়া হয়। অন্যদিকে গতকাল রাতে একটি দাতাল হাতি তান্ডব চালালো ডামডিম এলাকায়। 

পুর্ব ডামডিমের সেনপাড়া এলাকায় রাত ৮ টা নাগাদ তারঘেরা জঙ্গল থেকে চলে আসে। এরপর ধান খেতে বেশ কিছুক্ষন ধান খেয়ে গ্রামের দিকে ঢোকার চেষ্টা করলে গ্রামবাসিরা জঙ্গলে ফেরায় হাতিটিকে। হাতির তাণ্ডবে ক্ষতি হয় বেশকিছু ধানের জমি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.