বিমান বসুকে তোপ অনিল বসুর

মানহানির মামলা করার সিদ্ধান্ত নিলেন আরামবাগের প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসুর স্ত্রী সবিতা বসু। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনিল বসু ও তাঁর স্ত্রী।

Updated By: May 4, 2012, 05:49 PM IST

মানহানির মামলা করার সিদ্ধান্ত নিলেন আরামবাগের প্রাক্তন সিপিআইএম সাংসদ অনিল বসুর স্ত্রী সবিতা বসু। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনিল বসু ও তাঁর স্ত্রী। দুর্নীতির অভিযোগে অনিল বসুকে ৩ মাসের জন্য দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় সিপিআইএমের রাজ্যর কমিটির বৈঠকে। অনিল বসু ও সবিতা বসুর অভিযোগ, এই সিদ্ধান্তের কারণ দলের রাজ্য সম্পাদক বিমান বসুর কাছে জানতে চাওয়া হলেও এতদিনে তা জানানো হয়নি। এতে পরিবারের সম্মানহানি হয়েছে বলে মনে করছেন তাঁরা।
অনিল বসু জানান তাঁকে সাসপেন্ড কোনও স্পষ্ট কারণ এখনও পর্যন্ত দেখাতে পারেনি দল। বিমান বসুর কাছে বারবার জানতে চাওয়া হলেও কোনও উত্তর পাননি তিনি। ফলে, এদিন সস্ত্রীক সাংবাদিক বৈঠক করে দলের বিরুদ্ধে তাঁর ক্রমাগত জমতে থাকা ক্ষোভ উগরে দিলেন অনিল বসু।

.