GTA Election: জিটিএ বোর্ড গঠনে থাকবেন মুখ্যমন্ত্রী? মমতার সাক্ষাৎপ্রার্থী অনীত

GTA-তে একক সংখ্য়াগরিষ্ঠতা দল হিসেবে বোর্ড গঠন করতে চলেছে অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)।  পাহাড়ে খাতা খুলেছে তৃণমূলও।

Updated By: Jul 4, 2022, 07:03 PM IST
GTA Election: জিটিএ বোর্ড গঠনে থাকবেন মুখ্যমন্ত্রী? মমতার সাক্ষাৎপ্রার্থী অনীত

সুতপা সেন: ব্যবধান মাত্র ৫ দিনের। GTA-র দখল করার এবার মুখ্য়মন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী অনিত থাপা। আগামি সোমবার বা বুধবার দেখা করার সময় চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তিনি। কেন? অনিত চান, GTA-র বোর্ড গঠনের সময়ে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকুন। সূত্রের খবর তেমনই।

পাহাড়ে ভোট স্থগিতের দাবিতে অনশনে বসেছিলেন বিমল গুরুং। এমনকী, মামলা গড়েছিল হাইকোর্টে। শেষপর্যন্ত অবশ্য রাজ্যের ঘোষিত দিনেই অনুষ্ঠিত হল জিটিএ নির্বাচন। এমনকী, ভোটের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।  GTA-র ৪৫টি আসনে ভোট হয়েছিল। ২৭টিতে জিতেছে অনিত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)। হামরো পার্টি ৮টি, এমনকী তৃণমূলও ৫টি আসন পেয়েছে। নির্দলের দখলে গিয়েছে ৫টি আসন। 

আরও পড়ুন: Adhir Chowdhury: মেট্রো ডেয়ারি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অধীর চৌধুরী

কার্শিয়ং থেকে নির্বাচিত হয়েছেন অনিত থাপা। GTA-তে এবার একক সংখ্য়াগরিষ্ঠতা দল হিসেবে বোর্ড গঠন করতে চলেছে তাঁর নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (BGPM)। তার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান অনিত। মুখ্যমন্ত্রী সময় দিলেই তিনি নবান্নে আসবেন বলে খবর।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.