Accident in Bypass: শহরে ফের দুর্ঘটনা, বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দ্রুত গতির গাড়ির

পুলিসের প্রাথমিক অনুমান বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিস সম্পুর্ন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তাঁরা জানার চেষ্টা করছেন চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা এবং এর জন্য প্রয়জন্য মেডিক্যাল টেস্ট করানো হবে বলেও জানানো হয়েছে।

Updated By: Mar 5, 2023, 09:00 AM IST
Accident in Bypass: শহরে ফের দুর্ঘটনা, বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দ্রুত গতির গাড়ির

মৈত্রেয়ী ভট্টাচার্য: ফের দুর্ঘটনা কলকাতায়। বেপরোয়া গতিতে ফের ইএম বাইপাসে দুর্ঘটনা। বাইপাসের মেট্রোপলিটনের কাছে একটি ব্যক্তিগত গাড়ি বেলাগাম গতিতে রাস্তার মাঝে থাকা কংক্রিটের ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে রেলিংয়ের একাংশ ভেঙে যায়। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান গাড়িতে দুজন যাত্রী ছিলেন। তবে যিনি গাড়ি চালাচ্ছিলেন না তিনি পালিয়েছেন বলে জানা গিয়েছে। সহযাত্রীকে আটক করে প্রগতি ময়দান থানাতে নিয়ে গিয়েছে পুলিস।

সকাল সাড়ে পাঁচটা নাগাদ নিউটাউনের দিক থেকে রুবির দিকে যাচ্ছিল গাড়িটি। গতি অনেক বেশি ছিল। পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে গাড়িতে দুজন যাত্রী ছিলেন এবং চালক গাড়ি চালাচ্ছিলেন। তিনি পুলিসকে জানিয়েছেন চোখ বন্ধ হয়ে গিয়েছিল তাঁর।

আরও পড়ুন: Haridevpur: পেন কিনতে গিয়ে যৌন নিগ্রহের শিকার ৮ বছরের বালিকা, গ্রেফতার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী

গাড়ির মালিক নিজেও গাড়িতে ছিলেন। পুলিসের প্রাথমিক অনুমান, গাড়ির মালিক মদ্যপ অবস্থায় থাকলেও চালক মদ্যপ ছিলেন না। তবে চালকের মেডিক্যাল করানো হবে। গাড়িটি গুজরাতের। মালিক মহারাষ্ট্রের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিস, তবে নিউটাউনেও তাঁদের একটি বাড়ি আছে।

নিউটাউন হেকে রুবির দিকে যাওয়ার সময় মেত্রপলিটান পেরোনোর পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে উঠে যায়। এরপরে কোনওমতে গাড়িটিকে সামাল দেওয়া গেলেও ফেটে যায় টায়ার। এরফলেই গুরুতর দুর্হতনার শিকার হয় গাড়িটি। যদিও এই দুর্ঘটনার জেরে কোনও হতাহতে ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Naushad Siddiqui: জেল খাটিয়ে নওশাদ সিদ্দিকিকে ভয় পাইয়ে দেওয়া যাবে না, ছাড়া পেয়েই সরব আইএসএফ বিধায়ক

পুলিসের প্রাথমিক অনুমান বেপরোয়া গতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিস সম্পুর্ন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তাঁরা জানার চেষ্টা করছেন চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা এবং এর জন্য প্রয়জন্য মেডিক্যাল টেস্ট করানো হবে বলেও জানানো হয়েছে।

এই মেট্রোপলিটান এলাকাতেই বৃহস্পতিবার রাতে ডিভাইডারে ধাক্কা মারে দুর্ঘটনার কবলে পরে তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলের গাড়ি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.