ক্ষমা চাইলেন গিল্ড কর্তারা

বইমেলায় বিদ্যুত্ বিভ্রাট নিয়ে চব্বিশ ঘণ্টার মধ্যে উল্টো সুর গাইলেন গিল্ড কর্তারা। আজ বইমেলা প্রাঙ্গণেই নজিরবিহীনভাবে সাংবাদিক সম্মেলন করে গতকাল ইমরান খানের অনুষ্ঠানে আলো নিভে যাওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন গিল্ডের কর্তারা।

Updated By: Jan 30, 2012, 07:48 PM IST

বইমেলায় বিদ্যুত্ বিভ্রাট নিয়ে চব্বিশ ঘণ্টার মধ্যে উল্টো সুর গাইলেন গিল্ড কর্তারা। আজ বইমেলা প্রাঙ্গণেই নজিরবিহীনভাবে সাংবাদিক সম্মেলন করে গতকাল ইমরান খানের অনুষ্ঠানে আলো নিভে যাওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন গিল্ডের কর্তারা।
সোমবার বিকেলে বইমেলায় সাহিত্য সম্মেলনের আসরে ভাষণ দিচ্ছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সেদেশের রাজনীতিক ইমরান খান। তাঁর বক্তব্য চলাকালে লজ্জাজনক ভাবে হঠাত্‍ বন্ধ হয়ে যায় বইমেলার আলো। স্বাভাবিক ভাবেই, বিরক্ত হয়ে মঞ্চ ছাড়েন ইমরান। সাহিত্য সম্মেলনের মঞ্চের পাশাপাশি আলো নিভে যায় বইমেলার একটা বিস্তীর্ণ অংশে। প্রথমে বিদ্যুত্‍ বিভ্রাটের ঘটনা বলে মনে করা হলেও, পরে গিল্ডকর্তা ত্রিদিব চট্টোপাধ্যায় ফোনে জানান, ওই অনুষ্ঠানের সময়সীমা পেরিয়ে যাওয়ায় গিল্ডের নির্দেশেই নেভানো হয়েছে বাতি, বন্ধ করে দেওয়া হয়েছে শব্দ।
এই ঘটানার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, গতকালের ঘটনার জন্য তাঁরা দুঃখিত ও লজ্জিত। একই সঙ্গে তিনি জানান, এই ঘটনার জন্য আজ সকালেই ইমরান খানের সঙ্গে দেখা করে তাঁর কাছে মার্জনা চেয়েছেন তাঁরা। যদিও ত্রিদিববাবুর যুক্তি, ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানে এর চেয়ে অনেক বেশি সময় লোডশেডিং দেখার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

.