Chinmoy Krishna Das| ISKCON: উঠল 'জয় শ্রীরাম' স্লোগান, রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত সাধু চিন্ময় দাসকে নিয়ে বড় নির্দেশ আদালতের

Chinmoy Krishna Das| ISKCON: গত ২৫ নভেম্বর ঢাকার শাহ জালাল বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিস। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে

Updated By: Nov 26, 2024, 04:07 PM IST
Chinmoy Krishna Das| ISKCON: উঠল 'জয় শ্রীরাম' স্লোগান,  রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত সাধু চিন্ময় দাসকে নিয়ে বড় নির্দেশ আদালতের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। চিন্ময় দাসকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিচারক কাজী শরিফুল ইসলাম। এদিন চিন্ময় দাসের আদালতে পেশের আগে আদালত চত্বরে জড়ো হন শয়ে শয়ে মানুষ। উঠল জয় শ্রীরাম স্লোগানও।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন-আরজি করকাণ্ডে মুখ খোলার মাশুল! শান্তনু সেনের নিরাপত্তা তুলে নিল রাজ্য সরকার

গত ২৫ নভেম্বর ঢাকার শাহ জালাল বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিস। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছে।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ৮ দফা দাবিতে হিন্দুদের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকায় লং মার্চের ঘোষণাও দিয়েছিল সনাতনী জাগরণ মঞ্চ। পরে সেই কর্মসূচি স্থগিত করা হয়। চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রয়েছে চিন্ময়ের বিরুদ্ধে।

মঙ্গলাবার চিন্ময় দাসকে আদালত চত্বরে নিয়ে আসার আগে প্রচুর পুলিস দিয়ে এলাকা ঘিরে ফেলা হয়। কারণ আদালত চত্বরে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে চিন্ময় অনুগামী। ধৃত চিন্ময়ের হয়ে সওয়াল করেন ৫১ জন আইনজীবী।

এদিকে, চিন্ময় দাসের মুক্তির দাবিতে ময়দানে নেমে পড়েছে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন জায়গায় এনিয়ে বিক্ষোভ শুরু হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.