Haridevpur Murder Case: ফোনে ছিল ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, অয়নের মোবাইলই টার্গেটে ছিল মা-মেয়ের! বিস্ফোরক তথ্য

শেষবার এই রাজু প্রামাণিকের সঙ্গেই ফোনে কথা হয় অয়নের। রাজুর ফোনে সেই কথপোকথনের আর অয়নের সঙ্গে কারও যোগাযোগ হয়নি। একদিন পর মগরাহাট থানা এলাকার মাগুরপুকুরে অয়নের দেহ উদ্ধার হয়। 

Updated By: Oct 13, 2022, 04:29 PM IST
Haridevpur Murder Case: ফোনে ছিল ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, অয়নের মোবাইলই টার্গেটে ছিল মা-মেয়ের! বিস্ফোরক তথ্য
নিজস্ব চিত্র।

পিয়ালি মিত্র: অয়নের ফোনে বান্ধবী ও তাঁর মায়ের বেশকিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল। বার বার তা ডিলিট করতে বলার পরও সেগুলি সরায়নি অয়ন। তদন্তকারীদের দাবি, ওই মোবাইল ফোনটির টার্গেট ছিল অয়ন বান্ধবী ও তার পরিবারের। তবে অয়নের মৃত্যুর পর চারদিন পেরিয়ে গেলেও, এখনও খোঁজ মেলেনি নিহতের মোবাইল ফোনের। বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে ঘনিষ্ঠ মূহুর্তে ছবি অয়ন তুলে রাখতে বলে অভিযোগ। ফলে সেই বিষয়ে অয়নের উপর ক্ষোভ জন্মেছিল পরিবারের। তাই তদন্তকারীদের দাবি, মোবাইলটি হাতে পেতে মরিয়া ছিল তারা। খুনের পর তাই মোবাইলটি অন্যত্র ফেলে দেওয়া হয়। 

আরও পড়ুন, Haridevpur Murder: খুনের পরদিনই অয়নের খোঁজে তার বাড়িতে যায় প্রীতি! হরিদেবপুরকাণ্ডে ঘটনার পুননির্মাণ পুলিসের

কীভাবে আর কখন মৃত্যু হয় অয়ন মন্ডলের তা নিয়ে ধোঁয়াশা চলছিলই। এবার অয়নের বন্ধু রাজু প্রামাণিকের বয়ানে রহস্য ঘনীভূত হত। নিহত যুবকের বন্ধুর দাবি, রাত তিনটে নাগাদ ২১ সেকেন্ড বন্ধুর সঙ্গে কথা হয় রাজুর। তার দাবি, সেই সময় প্রীতি, তার মা ও ভাই সকলে বাড়িতেই ছিল। দশমীর দিন জানা পরিবারের বাড়ির সামনে অয়নকে ছেড়ে দিয়ে আসে রাজু। বান্ধবীর বাবা বাড়িতে আসছে কিনা সে বিষয়ে বন্ধু রাজুকে নজর রাখতে বলে অয়ন। রাত সাড়ে ১১টা নাগাদ প্রীতির বাবা ফিরে আসায় ওই বাড়িতে আটকে পড়ে অয়ন। ছাদে গিয়ে লুকিয়ে পড়ে সে। বান্ধবীও রাজুকে ফোন করে অয়নকে নিয়ে যেতে বলে। তারপর থেকে বেশ কয়েকবার অয়নের সঙ্গে কথা হয় রাজুর। 

রাত ১:২৬ নাগাদ রাজু ফোন করে অয়নকে। তার দাবি, সেই সময় কাঁদতে কাঁদতে অয়ন জানিয়েছিল বুকে ব্যথা করছে, মাথা ঘুরছে। প্রীতির মা ঘুষি মেরেছে। তারপর একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি অয়নকে। শেষ কথা হয় রাত ৩:০৩ নাগাদ। ২১ সেকেন্ড কথা হয়। বন্ধুরা মিলে তাঁকে বান্ধবীর বাড়ি থেকে আনতে যাওয়ার কথা বলেন রাজু। কিন্তু রাজুদের আসতে বারণ করেছিল অয়ন বলে দাবি তার। বন্ধু রাজুর দাবি, সেদিন ওই বাড়ি থেকে ফোন পেয়েই ওই বাড়িতে যান অয়ন। তবে বান্ধবী ওই দিন প্রথমে বাড়ি ছিল না বলে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয়। বান্ধবী, ভাই, মা বাড়িতে ছিল বলে রাজুর অভিযোগ। 

রাজুর সঙ্গে ফোনে সেই কথপোকথনের আর অয়নের সঙ্গে কারও যোগাযোগ হয়নি। পরের দিন সকালে শোনা যায় অয়নের খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে উদ্ধার হয় অয়নের দেহ। এই ঘটনায় বান্ধবীর মায়ের সঙ্গেও অয়নের সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন, Haridevpur Murder: ত্রিকোণ সম্পর্কের জেরেই খুন, হরিদেবপুরকাণ্ডে গ্রেফতার প্রেমিকার বাবা-সহ ৭

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.