Arvind Kejriwal: নবান্নে মমতার সঙ্গে বৈঠক! কলকাতায় আসছেন অরবিন্দ কেজরিওয়াল
বছর ঘুরলেই লোকসভা ভোট। ২৪-র আগে ফের বিরোধী ঐক্যে শান।
সুতপা সেন: ২৪-র আগে ফের বিরোধী ঐক্য শান। কলকাতায় এবার অরবিন্দ কেজরিওয়াল। কবে? মঙ্গলবার শহরে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী। নবান্নের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
বছর ঘুরলেই লোকসভা ভোট। এপ্রিলের শেষের দিকে কলকাতায় এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে তেজস্বী যাদবও। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তাঁরা। বৈঠক শেষে মমতা বলেন, 'আমি নীতীশজিকে বলেছি, যদি আমরা এক হয়ে লড়তে পারি তাহলে বিজেপিকে হারানো সম্ভব। মিডিয়ার সাহায্যে ন্যারোটিভ বানিয়ে বানিয়ে বিজেপি অনেক বড় হিরো হয়ে গিয়েছে। আমরা তো চাই বিজেপিকে জিরো বানাতে'। বস্তুত, বিরোধী জোটে শামিল হতে তাঁর যে কোনও আপত্তি নেই, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা। এবার আসছেন দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
কী প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এখানে মোটামুটি সূর্য অস্তমিত, তাও ভোটের আগে এগুলো দরকার। নির্বাচনে আগে যদি জোট না হয়, তাহলে সারা পৃথিবী মানুষ কীভাবে বুঝবেন যে, ভারতে বহুদলীয় ব্যবস্থা আছে, সংসদীয় গণতন্ত্র আছে। কেউ রাজনৈতিক পর্যটনে যাবেন, কেউ জোট করতে যাবেন'। তাঁর দাবি, 'কালের দেওয়া লেখা হয়ে গিয়েছে, ২০২৪-র ১৫ অগাস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিতে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদরদাস মোদী'।
আরও পড়ুন: Madan On Abhishek Banerjee: মমতার কাছে কৃতজ্ঞ, অভিষেক সম্পর্কে বড় কথা বলে দিলেন মদন মিত্র
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মতে, 'ভারতে রাজনৈতিক শক্তি বলে যা বোঝায় এবং বিজেপি বিরোধী শক্তি বলতে মানুষ যা বোঝেন, সেটা জাতীয় কংগ্রেস। কংগ্রেসকে বাদ দিয়ে কোনও বিরোধী ঐক্য় সম্ভব নয়। কংগ্রেস যখন এই অধ্য়ায়ের সূচনাটা করবে, বিরোধী ঐক্য়কে সংহত করার জন্য, তখনই ওটা ধীরে ধীরে রূপ পাবে'।