কে হবে বিধানসভায় প্রধান বিরোধী দল? ফের মাথা চাড়া দিতে শুরু করেছে সেই বিতর্ক। কংগ্রেসের দাবি, তাদেরই প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া উচিত। কারণ সংখ্যায় তারাই বেশি। অন্যদিকে বামেদের যুক্তি ফ্রন্টগত ভাবে লড়াই করেছে তারা। তাই দলটা এখানে মুখ্য বিষয় নয়। বিধানসভা নির্বাচনে জোট বেধে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। কিন্তু এক বছরও টেকেনি সেই জোট।
 
আর সরকারের সঙ্গে সম্পর্কের ইতি ঘটতেই এবার প্রধান বিরোধী দলের তকমা নিজেদের গায়ে টানতে সক্রিয় হয়ে উঠেছে কংগ্রেস। তাদের দাবি প্রধান বিরোধী দলের সম্মান দিতে হবে তাদেরকেই।
 কেন কংগ্রেসের এই দাবি? তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ৪২টি আসন পেয়েছিল কংগ্রেস। দুই বিধায়ক দল ছাড়তেই কংগ্রেসের এখন বিধায়ক সংখ্যা ৪০। অন্যদিকে সিপিআইএমের বিধায়ক সংখ্যা ৩৯। তাই কংগ্রেসের দাবি তাদেরকেই প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়া হোক। পাল্টা যুক্তি দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
 
কংগ্রেস সূত্রে খবর ১৬ তারিখ রাজ্যে আসছেন এআইসিসির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। ১৭ তারিখ তাঁর সঙ্গে বৈঠকে বসার কথা কংগ্রেস বিধায়কদের। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই অধ্যক্ষের কাছে চিঠি দেবেন তারা। অবশ্য রাজনৈতিক মহলে জল্পনা শেষ পর্যন্ত ৪০ জনকেও ধরে রাখতে পারবে তো কংগ্রেস?

English Title: 
assembley controversies with cong and cpim
Home Title: 

বিধানসভায় প্রধান বিরোধী দল কে? শুরু বিতর্ক

No
11925
Is Blog?: 
No