২০১৪ লোকসভা ভোটের নিরিখে কোন কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস
আর মাত্র কটা দিন। তারপরেই বেজে যাবে ভোটের বাদ্যি। এখন জোর আলোচনা সিপিএম-কংগ্রেস জোট নিয়ে। এমন সময় দেখে নেওয়া যাক ২০১৪ লোকসভার নিরিখে একা লড়া কংগ্রেস নিজের শক্তিতে কটা বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল---
রাজ্যের যে ২৯টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে কংগ্রেস
জেলা-মূর্শিদাবাদ (১৪)
সূতি, ফরাক্কা, লালগোলা, খড়গ্রাম, ডোমকল,রঘুনাথগঞ্জ, বারওয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, নওদা,হরিহরপাড়া।
জেলা মালদা (১০)--
মালদা,মানিকচক, মোথাবাড়ি (মালদা দক্ষিণ), সুজাপুর, বৈষ্ণবনগর, সামসেরগঞ্জ, চাঁচল, রতুয়া, হরিশচন্দ্রপুর, মালতিপুর।
জেলা- উত্তর দিনাজপুর (২)
গোয়ালপোখর, রায়গঞ্জ
জেলা-কলকাতা (১)
চৌরঙ্গী
জেলা- পশ্চিম মেদেনীপুর (১)
সবং
জেলা-পুরুলিয়া (১)
বাঘমুন্ডি