৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব বিধানসভায়
রাজ্য বিধানসভায় এখন সাজো সাজো রব। ৪ডিসেম্বর থেকে শুরু হবে বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। তাই বিধানসভাকে সাজাতে এখন দম ফেলার ফুরসত নেই কর্মীদের।
রাজ্য বিধানসভায় এখন সাজো সাজো রব। ৪ডিসেম্বর থেকে শুরু হবে বিধানসভার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। তাই বিধানসভাকে সাজাতে এখন দম ফেলার ফুরসত নেই কর্মীদের।
সোমবারেই এসে প়ডেছেন ২৩টি দেশের ৫৬ জন প্রতিনিধি। দক্ষিণ আফ্রিকা থেকে শ্রীলঙ্কা, উগান্ডা থেকে বাংলাদেশ। কখনও বিধানসভার দর্শকাসনে বসে, আবার কখনও কাউন্সিল হলে বসে সেই সব দেশের প্রতিনিধিরা শুনলেন বিধায়কদের মন্তব্য। তাঁদের আলোচনা। এবং বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তরপর্ব। স্বাভাবিক ভাবেই বিধানসভার ৭৫ বছরকে সামনে রেখে আরও একবার বিশ্ব আঙিনা হয়ে উঠল পশ্চিমবঙ্গ। কিন্তু উত্সবের এই আবহের মধ্যেও কতগুলি প্রশ্ন এড়াতে পারছে না সরকার। চৌঠা ডিসেম্বর শুরু হওয়ার পর চারদিন ধরে চলবে উদযাপন উত্সব। অথচ অভিযোগ, এমন অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।