দুষ্কৃতীদের বোমায় বৃদ্ধের পা উড়ে গেল

কলকাতার এয়ারপোর্ট থানা এলাকায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় পা হারালেন এক বৃদ্ধ। শনিবার রাতে এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরের পশ্চিম বেড়াবেড়িতে একটি অনুষ্ঠান চলাকালীন এলাকায় দুষ্কৃতীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরেই গণ্ডগোলের শুরু।

Updated By: Apr 15, 2012, 10:47 AM IST

কলকাতার এয়ারপোর্ট থানা এলাকায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় পা হারালেন এক বৃদ্ধ। শনিবার রাতে এয়ারপোর্ট থানা এলাকার নারায়ণপুরের পশ্চিম বেড়াবেড়িতে একটি অনুষ্ঠান চলাকালীন এলাকায় দুষ্কৃতীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরেই গণ্ডগোলের শুরু।
একটি বাড়িতে লক্ষ্য করে বোমা ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। চলে গুলিও। বোমার আঘাতে গুরুতর আহত হন ওই এলাকারই এক বাসিন্দা। ৭০ বছর বয়সী জালালউদ্দিন আনসারির বাঁ পা বোমার আঘাতে উড়ে যায়।  আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। 
স্থানীয়দের অভিযোগ, এই দুষ্কৃতী চক্রটি দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয়। দুষ্কৃতীদের জুলুমে তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ বাসিন্দাদের। বার বার বলা সত্ত্বেও পুলিস এদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন বাসিন্দারা। এই ঘটনার পর পুলিসে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু পুলিস কতটা সক্রিয় হবে বা দুষ্কৃতীদের ধরার বিষয়ে পুলিস আদৌ কোনও পদক্ষেপ নেবে কী না তা নিয়েই সন্দিহান এলাকার মানুষ।  

.