রাস্তায় পরিবহনমন্ত্রী, অলিপুরে ফের অটো দৌরাত্ম, খুচরো না থাকায় মহিলা যাত্রীর গলা টিপে ধরল চালক
অটো চালকদের দৌরাত্ম্য বন্ধে পরিবহনমন্ত্রী রাস্তায় নামার কিছুক্ষণের মধ্যেই ফের যাত্রী হেনস্থার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। নিউ আলিপুর এলাকায় এক মহিলা যাত্রীর সঙ্গে খুচরো নিয়ে বচসা বাধে অটো চালক বাপি সিংয়ের। অভিযোগ, এরপরই ওই মহিলা যাত্রীর গলা টিপে ধরেন অভিযুক্ত চালক। ঘটনার পরই নগরপালকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পরিবহনমন্ত্রী। এরপরই অটো চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টা,ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। চণ্ডিতলা এলাকা থেকে অভিযুক্ত অটো চালক বাপি সিংকে গ্রেফতার করা হয়েছে।
অটো চালকদের দৌরাত্ম্য বন্ধে পরিবহনমন্ত্রী রাস্তায় নামার কিছুক্ষণের মধ্যেই ফের যাত্রী হেনস্থার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। নিউ আলিপুর এলাকায় এক মহিলা যাত্রীর সঙ্গে খুচরো নিয়ে বচসা বাধে অটো চালক বাপি সিংয়ের। অভিযোগ, এরপরই ওই মহিলা যাত্রীর গলা টিপে ধরেন অভিযুক্ত চালক। ঘটনার পরই নগরপালকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পরিবহনমন্ত্রী। এরপরই অটো চালকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টা,ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। চণ্ডিতলা এলাকা থেকে অভিযুক্ত অটো চালক বাপি সিংকে গ্রেফতার করা হয়েছে।
অটো দৌরাত্ম্য রুখতে সোমবার থেকে শহরজুড়ে অভিযানে নামছে রাজ্য পরিবহণ দফতর। যার প্রথম পদক্ষেপ হিসেবে আজ পরিবহণ মন্ত্রী মদন মিত্র নিজে শহরের ৫টি অটোস্ট্যান্ড পর্যবেক্ষণ করেন। সোমবারের পর অবৈধ অটো বাজেয়াপ্ত করবে সরকার। গ্রেফতার করা হবে চালককে। অটো সংক্রান্ত অভিযোগ জানাতে আজ থেকেই চালু হচ্ছে বিশেষ হেল্পলাইন। ভাড়াসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২ সদস্যের অটো কমিটির রিপোর্ট জমা পড়ার পর।