অমানবিক অটোচালককে জামিন দিল শিয়ালদহ আদালত

বরানগর অটোকাণ্ডে চালক সঞ্জয় দাসকে জামিন দিল শিয়ালদা আদালত। দিন কয়েক আগে অটোচালকের অমানবিক আচরণের শিকার হয় চার বছরের এক শিশু। অটো থেকে শিশুটি পড়ে যাওয়ার পরেও চালক অটো না থামিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওই ঘটনায় গতকাল সঞ্জয় দাস নামে ওই চালককে গ্রেফতার করে পুলিস। আজ শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জামিন দেন। তাঁর বিরুদ্ধে ৩৮০ এবং ২৭৯ ধারায় বিপজ্জনকভাবে অটো চালানোর অভিযোগ আনা হয়।

Updated By: Aug 21, 2012, 03:28 PM IST

বরানগর অটোকাণ্ডে চালক সঞ্জয় দাসকে জামিন দিল শিয়ালদা আদালত। দিন কয়েক আগে অটোচালকের অমানবিক আচরণের শিকার হয় চার বছরের এক শিশু। অটো থেকে শিশুটি পড়ে যাওয়ার পরেও চালক অটো না থামিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ওই ঘটনায় গতকাল সঞ্জয় দাস নামে ওই চালককে গ্রেফতার করে পুলিস। আজ শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক তাকে জামিন দেন। তাঁর বিরুদ্ধে ৩৮০ এবং ২৭৯ ধারায় বিপজ্জনকভাবে অটো চালানোর অভিযোগ আনা হয়।
গত ১৬ অগাস্ট ৪ বছরের মেয়ে অদ্রিকাকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন সিঁথির বাসিন্দা শর্মিষ্ঠা ঘোষাল। সিঁথি-কুঠিঘাট রুটের একটি অটোতে মেয়েকে নিয়ে ওঠেন শর্মিষ্ঠাদেবী। দুই শিশুসহ মোট ৬ জন যাত্রী নিয়ে অটো ছাড়ে। কিছুদুর যাওয়ার পর সামনে উঁচু ম্যানহোল থাকায় দ্রুত ঘুরে যায় অটোটি। দ্রুততায় অটো থেকে গলে পড়ে যায় ছোট্ট অদ্রিকা। শর্মিষ্ঠাদেবী মেয়ের হাত ধরে ছিলেন। বারবার অটোচালক সঞ্জয় দাসকে অটো থামানোর জন্য অনুরোধ করতে থাকেন শর্মিষ্ঠা। কিন্তু কোনও ভ্রূক্ষেপ না করে বেশকিছুটা পথ অদ্রিকাকে হিঁচড়ে নিয়ে যায় সঞ্জয়। কিছুক্ষণ পরে শর্মিষ্ঠার হাত ফস্কে ছিটকে যায় অদ্রিকা। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে চালকের কলার টেনে ধরেন শর্মিষ্ঠা।
১৭ তারিখ বরানগর থানায় অভিযোগ জানাতে গেলে কাশীপুর থানায় যেতে বলে পুলিস। কিন্তু কাশীপুর থানায় গেলে বলা হয় শ্যামবাজার ট্রাফিক গার্ডের কাছে অভিযোগ দায়ের করতে। আশ্চর্যজনকভাবে ঘটনার ৪দিন কেটে গেলেও পুলিস অভিযুক্তকে ধরতে কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পর নড়চড়ে বসে পুলিস। গ্রেফতার করা হয় অভিযুক্ত অটোচালককে। ছোট্ট অদ্রিকার পা ভেঙে গিয়েছে। হাত ও মুখেও আঘাত লেগেছে তার। সোমবার খবর পেয়ে আহত অদ্রিকাকে দেখতে যান পরিবহণমন্ত্রী মদন মিত্র। ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছেন তিনি। তাঁর মতে এধরনের ঘটনা নিন্দনীয়। চব্বিশ ঘণ্টার খবরের জেরে সোমবারই জখম শিশুর বাড়িতে যান পরিবহণ মন্ত্রী। সেখানেই অদ্রিকার বাবা-মাকে সমবেদনা জানানোর পাশাপাশি, বেপরোয়া অটো চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন মদন মিত্র। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, বেপরোয়া অটোর দৌরাত্ম্য রুখতে আরও সক্রিয় হবে রাজ্য সরকার। সেই জন্য মঙ্গলবার শহরের সমস্ত অটো ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছেন মদন মিত্র।

.