সল্টলেকে ফের অটো দৌরাত্ম্য

ফের বেপরোয়া অটোর দৌরাত্ম্য। আবারও সল্টলেকে। অভিযোগ, BB ব্লকে চিকিত্সকের গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি অটো। চিকিত্সক তখন গাড়িটি বাড়ির সামনে পার্ক করছিলেন। চিকিত্সকের বাড়ির ভেতরে ঢুকে যায় অটো এবং গাড়ি।

Updated By: Dec 21, 2016, 05:42 PM IST
সল্টলেকে ফের অটো দৌরাত্ম্য

ওয়েব ডেস্ক : ফের বেপরোয়া অটোর দৌরাত্ম্য। আবারও সল্টলেকে। অভিযোগ, BB ব্লকে চিকিত্সকের গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা একটি অটো। চিকিত্সক তখন গাড়িটি বাড়ির সামনে পার্ক করছিলেন। চিকিত্সকের বাড়ির ভেতরে ঢুকে যায় অটো এবং গাড়ি।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোর এক যাত্রী। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অটো চালক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে বিধাননগর থানার পুলিস।

আরও পড়ুন, M.Tech ছেলের 'অমানবিক' কীর্তি!

ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের জন্য সুখবর, দিতে হবে না অতিরিক্ত কর

.