স্পিকারের সঙ্গে যোগাযোগই করেননি! সময় চাওয়ার চিঠি দিয়ে দাবি খারিজ Babul-র

বাংলো ছাড়ার নথিও টুইট করেছেন বাবুল (Babul Supriyo)। 

Updated By: Oct 1, 2021, 10:48 PM IST
স্পিকারের সঙ্গে যোগাযোগই করেননি! সময় চাওয়ার চিঠি দিয়ে দাবি খারিজ Babul-র

নিজস্ব প্রতিবেদন: রাজনীতি ছেড়েছিলেন। সাংসদ পদ থেকে পদত্যাগ করেননি। তাতেও অনড় থাকতে পারেননি। তৃণমূলে যোগ দিয়ে রাজনীতিতে প্রত্যাবর্তন করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ঘোষণা করেছিলেন, সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। এখনও পদত্যাগ করেননি বাবুল। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। 

ইস্তফা দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। লোকসভার সচিবালয়ের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে,'পদত্যাগ ঘোষণার পর স্পিকারের সঙ্গে যোগাযোগই করেননি আসানসোলের সাংসদ। ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে থাকবেন স্পিকার। চাইলে স্পিকারের কাছ থেকে সাক্ষাতের সময় নিয়ে নিতে পারেন বাবুল সুপ্রিয়।'   

লোকসভার সচিবালয়ের দাবি খারিজ করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। একটি সরকারি চিঠি টুইট করেছেন তিনি। ওই চিঠিতে দেখা যাচ্ছে, ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার স্পিকারের কাছে সাক্ষাতের সময় চেয়েছেন আসানসোলের সাংসদ। বাবুলের দাবি, অধ্যক্ষের সচিবালয় চিঠিটি গ্রহণ করেছেন। আর একটি পৃথক অনুরোধ করেছেন সাংসদ সৌগত রায়। 

পাশাপাশি বাংলো ছাড়ার নথিও টুইট করেছেন বাবুল (Babul Supriyo)। তিনি লিখেছেন,''বিজেপির সঙ্গে আগেই বিচ্ছিন্ন হয়েছি। দলবদল করলেও অনেকে সাংসদ পদ ছাড়েন না। আমি এটা করব না। স্পিকার সময় দিলেই ইস্তফা দেব। বাংলো ছাড়ার প্রমাণ দিলাম।''

গত ১৮ সেপ্টেম্বর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল যোগ দেন বাবুল (Babul Supriyo)। তিনি জানান,''আমি প্লেয়িং ইলেভনে থাকতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। উনি আমাকে বাংলার জন্য কাজ করার সুযোগ দিয়েছেন।''   

আরও পড়ুন- Coal Case: অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ চাইলেন Abhishek-র আইনজীবী, খারিজ দিল্লি হাইকোর্টের

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.