দায়িত্বশীল বাঙালি হিসেবে দিদি ও অভিষেকের সুযোগ গ্রহণ, Zee ২৪ ঘণ্টাকে বললেন Babul

Zee ২৪ ঘণ্টাকে ইঙ্গিতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বুঝিয়ে দিলেন,বিজেপিতে কাজ করার সুযোগ ছিল না।

Updated By: Sep 18, 2021, 06:01 PM IST
দায়িত্বশীল বাঙালি হিসেবে দিদি ও অভিষেকের সুযোগ গ্রহণ, Zee ২৪ ঘণ্টাকে বললেন Babul

নিজস্ব প্রতিবেদন: বিজেপিতে (BJP) কাজ করার সুযোগ ছিল না। তৃণমূলের (TMC) তরফে যে সুযোগ দেওয়া হয়েছে তা গ্রহণ করা উচিত ছিল বলে মন সায় দিয়েছে। সে কারণেই সিদ্ধান্ত বদল বলে Zee ২৪ ঘণ্টাকে জানালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

শনিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলে যোগ দেন বাবুল। কেন এই সিদ্ধান্ত? Zee ২৪ ঘণ্টাকে ইঙ্গিতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বুঝিয়ে দিলেন,বিজেপিতে কাজ করার সুযোগ ছিল না। তৃণমূল সেই সুযোগ দিয়েছে। তিনি বলেন,'কাজ করার সুযোগের জন্য তৃণমূলে যোগ দিলাম। কাজ করার রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছিল। বাকি যা হয়েছে আপনারা দেখেছেন। তা নিয়ে কোনও মন্তব্য করব না। মন থেকে রাজনীতি ছেড়েছিলাম। একটা সুযোগ এসেছিল। আমার পরিবার, বন্ধুবান্ধব বলেছিল রাজনীতিতে ৭ বছর ভালো কাজ করেছি। ছেড়ে দেওয়া উচিত নয়।'

তৃণমূলই তাঁর কাছে প্রস্তাব দিয়েছিল। আর সেই প্রস্তাব ফেরাতে পারেননি তিনি। বাবুলের কথায়,'এটা একেবারে অপ্রত্যাশিত। ডেরেক আমার বাড়িতে এসেছিল। দিদি ও অভিষেকের তরফে যে সুযোগ আমার সামনে রাখা হয়েছে তা প্রত্যাশা করিনি। আমার মনে হয়েছিল,দায়িত্বশীল বাঙালি হিসেবে এটা গ্রহণ করা উচিত। আমার কাজ কী হবে সেটা দল বলবে। মমতাদিদির সঙ্গে কথা হয়েছে। দল যেমন বলবে তেমন কাজ করব।'

সাংবাদিক বৈঠকে বাবুল বলেছিলেন,'এটা প্রতিহিংসার রাজনীতি নয়। দিদি ও অভিষেক আমায় বিশ্বাস করেছেন এবং সুযোগ দিয়েছেন। বাংলার জন্য কাজ করার সুযোগ পাচ্ছি। আমি খুব উৎসাহী।'

আরও পড়ুন- Babul: নেত্রীর সঙ্গে কথা বলেই TMC-তে যোগ, সোমে সাক্ষাৎ; মঙ্গলে ছাড়তে পারেন সাংসদ পদ

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.