কুমোরটুলির শিল্পীরা প্রবল সঙ্কটে, নেই তাঁদের জীবনধারণের প্রয়োজনীয় রসদটুকুও
আকাশে শরতের মেঘ, বাতাসে আগমণীর গন্ধ। বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে শহর, তবু কুমোরটুলির স্যাঁতস্যাঁতে আলো অন্ধকারে যুগের পর যুগ ধরে শিল্পীরা মাটির তালে, তুলির রঙে গড়ে চলেছেন প্রতিমা। আবাহন থেকে নিরঞ্জন পর্যন্ত এই উত্সবের ইমারত্ গড়ছেন যাঁরা, সেই কুমোরটুলির শিল্পীরা প্রবল সঙ্কটে। নেই তাঁদের জীবনধারণের প্রয়োজনীয় রসদটুকুও। তাঁদের জীবন নিয়েই ছবি বানালেন নবীন পরিচালক শুভ্রা আইচ বসু। নাম- জীবনসঙ্কটে কুমারটুলির শিল্পীরা
ওয়েব ডেস্ক: আকাশে শরতের মেঘ, বাতাসে আগমণীর গন্ধ। বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ঢেকে গিয়েছে শহর, তবু কুমোরটুলির স্যাঁতস্যাঁতে আলো অন্ধকারে যুগের পর যুগ ধরে শিল্পীরা মাটির তালে, তুলির রঙে গড়ে চলেছেন প্রতিমা। আবাহন থেকে নিরঞ্জন পর্যন্ত এই উত্সবের ইমারত্ গড়ছেন যাঁরা, সেই কুমোরটুলির শিল্পীরা প্রবল সঙ্কটে। নেই তাঁদের জীবনধারণের প্রয়োজনীয় রসদটুকুও। তাঁদের জীবন নিয়েই ছবি বানালেন নবীন পরিচালক শুভ্রা আইচ বসু। নাম- জীবনসঙ্কটে কুমারটুলির শিল্পীরা
আরও পড়ুন http://zeenews.india.com/bengali/mahapujo-2016
প্রতি বছর এই শিল্পীদের হাতের জাদুটানেই মা আসেন মর্ত্যধামে। কিন্তু, সবকিছুর শেষে তাঁরাই ভাবতে বাধ্য হন, শিল্পী না হলেই বোধহয় ভাল হত। তাঁদের উত্তরসুরিরা এখনই সরে যেতে শুরু করেছেন এই শিল্প থেকে। প্রতি বছরই দুর্গোত্সব ঘিরে নামে পুরস্কারের বন্যা। বেশিরভাগই শোভা পায় উদ্যোক্তাদের ক্লাবের শোকেসে। কতটুকু সম্মান পান কুমোরটুলির শিল্পীরা? কীভাবেই বা সম্ভব হবে তাঁদের উত্তরণ?
আরও পড়ুন আজ মহালয়া, আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন, পিতৃপক্ষের অবসান