দীপাবলির রঙে সাজছে শহর, জমজমাট বাজি বাজারও
আলোর উত্সব দীপাবলি আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। এরপরই শুরু দীপাবলি। আর এই উত্সবকে ঘিরে এখন থেকেই সাজোসাজো রব তিলোত্তমা জুড়ে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল। বাড়িতে আলো দেওয়ার জন্য টুনি লাইট তো আছেই সাবেকি মোমবাতি, প্রদীপেরও বিক্রি হচ্ছে বেশ রমরমিয়ে। দুর্গাপুজোর মত কালিপুজোতে শহরের বিভিন্ন মণ্ডপে থিমের জোয়ার।
আলোর উত্সব দীপাবলি আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। এরপরই শুরু দীপাবলি। আর এই উত্সবকে ঘিরে এখন থেকেই সাজোসাজো রব তিলোত্তমা জুড়ে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল। বাড়িতে আলো দেওয়ার জন্য টুনি লাইট তো আছেই সাবেকি মোমবাতি, প্রদীপের বিক্রি হচ্ছে বেশ রমরমিয়ে। দুর্গাপুজোর মত কালিপুজোতে শহরের বিভিন্ন মণ্ডপে থিমের জোয়ার। উত্তর কলকাতার পাশাপাশি চেতলা, বেহালাতে দারুণ সব মণ্ডপ। সব মিলিয়ে কলকাতা এখন উত্সবের শহর।
এদিকে, দীপাবলি ও কালীপুজোর আগে জমজমাট বাজি বাজার। কলকাতা পুলিসের এলাকা বাড়ার পর এবার শহরের তিনটি জায়গায় বসেছে বাজির বাজার। ধর্মতলায় শহিদ মিনারের নীচে বাজির বাজার রবিবার থেকেই জমজমাট। দেদার বিকোচ্ছে, ফুলঝুরি, রংমশাল, তুবড়ি, চরকি। শব্দবাজির ব্যবহারে প্রশাসনিক বিধিনিষেধ থাকায় এবার আলোর বাজির বিক্রিই বেশি। বাজি কেনায় সবচেয়ে বেশি উত্সাহ দেখা গেছে শিশুদের মধ্যে। দুর্ঘটনা এড়াতে বাজি বাজারে কড়া অগ্নি নির্বাপণ বিধি আরোপ করেছে কলকাতা পুলিস। এবছর কলকাতা পুলিসের এলাকা বেড়েছে। তিন জায়গায় বাজার। শহিদ মিনারের নীচে বাজার আজ থেকে খুলল। বিক্রিবাটার ধুম চলছে। শব্দহীন বাজির ওপর বেশি জোর। জোর কেনাকাটা। ফুলঝুরি, রংমশাল, তুবড়ি।