বাংলার গর্ব মমতা : বিধায়কদের ১০ দফা হোমটাস্ক বেঁধে দিলেন নেত্রী

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হল 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির।

Reported By: কমলিকা সেনগুপ্ত | Updated By: Mar 2, 2020, 08:09 PM IST
বাংলার গর্ব মমতা : বিধায়কদের ১০ দফা হোমটাস্ক বেঁধে দিলেন নেত্রী

নিজস্ব প্রতিবেদন : পাখির চোখ একুশের বিধানসভা নির্বাচন। সেই ফাইনাল ম্যাচ জয়ের লক্ষ্যে 'দিদিকে বলো'র পর এবার দ্বিতীয় দফায় তৃণমূলের মেগা কর্মসূচি 'বাংলার গর্ব মমতা'। এই স্লোগানকে হাতিয়ার করেই এবার কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হল 'বাংলার গর্ব মমতা' কর্মসূচির। বেশ কয়েক ভাগে ভাগ করা হয়েছে এই কর্মসূচিকে। কী কী থাকছে এই কর্মসূচিতে? চলুন জেনে নেওয়া যাক-

১) তৃণমূলের কর্মী সম্মেলন- দলের লোকে সঙ্গে কথা বলা।

২) জলযোগে যোগাযোগ- সাংবাদিকদের সঙ্গে দল নিয়ে  কথা বলা

৩) স্বীকৃতি সম্মেলন- দলের পুরোনো কর্মী, নেতা, যাঁরা নিষ্ক্রিয় হয়ে রয়েছেন, তাঁদেরকে জাগিয়ে তোলা, ফিরিয়ে আনা ।

৪) বঙ্গধ্বনি যাত্রা- গোটা রাজ্যে সব মিলিয়ে ৪০ হাজার কিলোমিটার যাওয়া। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, ধর্মস্থানে যাওয়া।

৫) সংহতি সভা- তফসিলি জাতির প্রতিনিধিদের সঙ্গে দেখা করা।

৬) চেতনা সভা- তফসিলি উপজাতির মানুষদের সঙ্গে সময় কাটানো।

৭) বাংলার বার্তা- সরকারের পরিকল্পনা নিয়ে বই বার করা।

৮) নবীনবরণ সভা- দলে যুব সদস্যসংখ্যা বাড়ানো। যুবরা যোগ দিলে নবীনবরণ করা।

৯) বিশিষ্ট সম্মেলন ও তৃণমূলের সঙ্গে মান্যজন- সমাজের বিশিষ্ট মানুষ যাঁরা, সেইসব বিদ্বান ও বুদ্ধিজীবী মানুষদের সঙ্গে সংযোগ বাড়ানো, তাঁদের সঙ্গে কথা বলা।

আরও পড়ুন, কলকাতার রাস্তায় 'গোলি মারো'! 'তুচ্ছ ঘটনা, ০.১ শতাংশ গুরুত্বপূর্ণ', বললেন রাজ্যপাল

১০) তৃণমূল পদাতিক সম্মেলন- বিভিন্ন ইস্যুতে জনচেতনা গড়ে তুলতে ও জনসংযোগ বাড়াতে মিছিল করা।

.