বড়বাজারে খুন ব্যবসায়ী

বড়বাজারে প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক ফল ব্যবসায়ী। ২১ বছরের ওই ব্যবসায়ীর নাম খুরশিদ আলম। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আর্মেনিয়ান স্ট্রিট ও ব্রেবোর্ন রোডের সংযোগস্থলে দুই আততায়ী বাইকে করে এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। রাস্তায় লুটিয়ে পড়েন আলম।

Updated By: Jul 11, 2014, 02:12 PM IST

বড়বাজারে প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক ফল ব্যবসায়ী। ২১ বছরের ওই ব্যবসায়ীর নাম খুরশিদ আলম। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ আর্মেনিয়ান স্ট্রিট ও ব্রেবোর্ন রোডের সংযোগস্থলে দুই আততায়ী বাইকে করে এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। রাস্তায় লুটিয়ে পড়েন আলম।

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌছয় বড়বাজার থানার পুলিস। কিছুক্ষণ পর হাসাপাতালে মারা যান খুরশিদ আলম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিক ভাবে জানা গেছে আদতে বিহারের বারাউনির বাসিন্দা খুরশিদ আলম ও তাঁর পরিবার। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিস। এরআগে দু হাজার বারোর সালের অক্টোবর মাসে খুন হয়েছিলেন খুরশিদ আলমের বাবা মহম্মদ ফিরোজ। খুনের চেষ্টা হয় তাঁর দাদাকেও।

.