বরাহনগরে ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। গতকাল রাতেই দুর্গাপুজোর ব্যানার টাঙানো নিয়ে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর চলে বরানগরের বনহুগলি এলাকা। আহত হয়ে দুই গোষ্ঠীর পাঁচজন বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

Updated By: Jul 27, 2014, 09:16 PM IST

কলকাতা: ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। গতকাল রাতেই দুর্গাপুজোর ব্যানার টাঙানো নিয়ে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর চলে বরানগরের বনহুগলি এলাকা। আহত হয়ে দুই গোষ্ঠীর পাঁচজন বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

ঘটনায় অভিযুক্ত তৃণমূলের যুবনেতা শঙ্কর রাউতের গ্রেফতারির দাবিতে আজ বিটি রোড অবরোধ করলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বরানগর থানা ঘেরাও করেন তাঁরা। অভিযোগ, বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মল্লিক এবং ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ পালের অনুগামীদের মধ্যে দুর্গাপুজোর ব্যানার টাঙানো নিয়ে গন্ডগোল বাধে। তারপরেই বোমাবাজি, ভাঙচুর চলে। আহত হন পাঁচজন।

২১ জুলাই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্নে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বিরুদ্ধে কথা বলেছিলেন। কিন্তু তার পরেও একই ঘটনা বরাহনগর।

 

.