পুলিসকে তৃণমূল পেটানোর ডাক দিয়ে বিতর্কে রাহুল সিনহা
তৃণমূল পেটাও অভিযান শুরু করুক পুলিস। পাশে থাকবে বিজেপি। পুলিসের উদ্দেশে ডাক দিলেন রাহুল সিনহা। এক দলের নেতা পুলিসকে অন্য দলের বিরুদ্ধে এভাবে প্ররোচনা দেন কি ভাবে? উঠছে প্রশ্ন।
ব্যুরো: তৃণমূল পেটাও অভিযান শুরু করুক পুলিস। পাশে থাকবে বিজেপি। পুলিসের উদ্দেশে ডাক দিলেন রাহুল সিনহা। এক দলের নেতা পুলিসকে অন্য দলের বিরুদ্ধে এভাবে প্ররোচনা দেন কি ভাবে? উঠছে প্রশ্ন।
তৃণমূলের বিরুদ্ধে এভাবে পুলিসকে অভিযানে নামতে বলে বিতর্কে রাজ্য বিজেপি সভাপতি। বিরোধীদের দাবি, এভাবে প্রকাশ্যে পুলিসকে প্ররোচনা দিতে পারেন না রাহুল সিনহা।
নারীদের নিরাপত্তা ইস্যুতে ধর্মতলায় আইন অমান্য কর্মসুচিতে তৃণমূলকে বারবার বিঁধলেন বিজেপি নেতৃত্ব।
দুর্নীতি ইস্যুতে বাম-তৃণমূল দুপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি। তবে সারদা ইস্যুতে এক্কেবারে চুপ ছিলেন বিজেপি নেতারা।
কথা ছিল কলেজ স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যভিনিউ পর্যন্ত মিছিল করবে বিজেপি। তার পর আইন অমান্য। তবে আইন অমান্যে একবারও সংঘাতের পথে যাননি বিজেপি নেতারা। মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে তোপ, আর রাজপথে প্রশাসনের সঙ্গে সহযোগিতা। কিসের বার্তা দিলেন বিজেপি নেতারা? গুঞ্জন রাজনৈতিক মহলে।