Bengal Cabinet Reshuffle: পার্থর বাণিজ্যে শশী, তথ্য-প্রযুক্তিতে বাবুল, ফিরহাদের পরিবহণে স্নেহাশিস, নজরে মমতার মন্ত্রীরা

দেখে নিন তালিকা

Updated By: Aug 3, 2022, 09:14 PM IST
Bengal Cabinet Reshuffle: পার্থর বাণিজ্যে শশী, তথ্য-প্রযুক্তিতে বাবুল, ফিরহাদের পরিবহণে স্নেহাশিস, নজরে মমতার মন্ত্রীরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: মমতার মন্ত্রিসভার পুনর্বিন্যাস। ব্যাপক রদবদল মন্ত্রিসভার। একুশের শপথের পর এই প্রথম এতবড় রদবদল। বুধবার মন্ত্রী হিসেবে রাজভবনে মোট শপথ নেন ৯ জন। তারমধ্যে ৮ জন-ই নতুন মুখ। মোট ৯ জনের মধ্যে পূর্ণমন্ত্রী ৫ জন। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ ও স্নেহাশিষ চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৈৌধুরী। আর প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ। এরমধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া, বাকি ৮ জন-ই নতুন মুখ। 

নতুন মন্ত্রিসভায় কে, কোন দায়িত্বে? দেখে নিন

  • শোভনদেব চট্টোপাধ্য়ায় পেলেন কৃষি দফতর এবং পরিষদীয় দফতরের দায়িত্ব
  • বাবুল সুপ্রিয় পেলেন তথ্য-প্রযুক্তি এবং পর্যটন দফতরের দায়িত্ব
  • নারী ও শিশুকল্যাণ দফতরের পাশাপাশি শশী পাঁজা পেলেন শিল্প-বাণিজ্য দফতরের অতিরিক্ত দায়িত্ব
  • পরিবহণ দফতরের দায়িত্বে স্নেহাশিস চক্রবর্তী
  • পার্থ ভৌমিকের হাতে সেচ দফতর
  • নয়া উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ
  • পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী হলেন প্রদীপ মজুমদার
  • পুলক রায়  পেলেন পূর্ত দফতরের দায়িত্ব
  • আবাসন এবং পরিবহণ দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল ফিরহাদ হাকিমকে।
  • বিদ্যুৎ দফতরের পাশাপাশি অরূপ বিশ্বাস পেলেন আবাসন দফতরের অতিরিক্ত দায়িত্ব।
  • ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী হলেন বিপ্লব মিত্র

মমতার মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার পর মন্ত্রী বাবুল বলেন, 'বাংলার হয়ে কাজ করব। মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। নতুন করে রাজনীতিতে ফেরার অনুপ্রেরণা পেয়েছি।' মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন, 'মুখ্যমন্ত্রী যা দায়িত্ব দিয়েছেন, পূর্ণ উদ্যমে করব।' মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, 'দল যেভাবে বলবে সেভাবে কাজ করব। আমি দলের অনুগত সৈনিক।'

আরও পড়ুন: SSC Scam: এসএসসিকাণ্ডে এবার নজরে জেলা! ভাইরাল প্রাক্তন প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানের অডিয়ো ক্লিপ

আরও পড়ুন: Anubrata Mondal, ED Raid In Birbhum: এবার নজরে অনুব্রত? গোরুপাচার কাণ্ডে বীরভূমে কেষ্ট ঘনিষ্ঠ নেতা-ব্যবসায়ীর বাড়িতে ইডি!

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ায়, তাঁর হাতে থাকা শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয় দফতরের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরগুলিকে মুখ্যমন্ত্রীকে বণ্টন করতে হবে। সেইসঙ্গে রয়েছে পঞ্চায়েত দফতরও। গত বছরের নভেম্বরে তৎকালীন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হন। পঞ্চায়েত দফতরের অতিরিক্ত দায়িত্ব তখন দেওয়া হয় পুলক রায়কে। ওই দফতরেরই প্রতিমন্ত্রী হন বেচারাম মান্না। তারপর দীর্ঘ রোগভোগে প্রয়াত হন মন্ত্রী সাধন পাণ্ডেও। তাঁর প্রয়াণের পর ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে আনা হয় মানস ভুঁইঞাকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.