STF Recover Explosive in Kolkata: বড়দিনের আগে কলকাতায় উদ্ধার বিপুল বিস্ফোরক, অস্ত্র

STF-এর অভিযানে আটক ২ জন

Updated By: Dec 23, 2021, 10:00 PM IST
STF Recover Explosive in Kolkata: বড়দিনের আগে কলকাতায় উদ্ধার বিপুল বিস্ফোরক, অস্ত্র

নিজস্ব প্রতিবেদন: বড়দিনের (Christmas) আগে কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক (Explosive)। উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ (STF)। আটক ২ জন। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গিয়েছে, বেঙ্গল এসটিএফ (STF)-এর অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসে। তাঁরা জানতে পারেন সাপুরজির কাছে নিউ টেকনো সিটি বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ বিস্ফোরক (Explosive) এবং অস্ত্র রয়েছে। এরপর অভিযানে যান অফিসাররা। সেখানে দু'জন ব্যক্তির থেকে ব্যাগ উদ্ধার করেন অফিসাররা। যাতে ছিল বিপুল পরিমাণ বিস্ফোরক। প্রায় ১৩ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছেন অফিসাররা। উদ্ধার হয়েছে একটি কারবাইন এবং একটি ৯ এমএম পিস্তল। আটকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। কোথা থেকে বিস্ফোরকগুলো আনা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিস অফিসাররা।  

বড়দিন ও নববর্ষ উপলক্ষে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিস। পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্য়ানেড স্টেশনে নিরাপত্তা জোরদার করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ভিড় সামাল দিতে আগামী ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে ওইসব স্টেশনে মোতায়েন করা হবে আরপিএফের মহিলা কনস্টেবল। মোতায়েন থাকবে একটি স্পেশাল টিম। ওই টিম থাকবেন একজন সাব ইনস্পেক্টর বা অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইনসপেক্টর, ৪ জন জওয়ান। 

আরও পড়ুন: Kashipur Udyanbati: ভক্তদের জন্য খারাপ খবর! পয়লা জানুয়ারি বন্ধ উদ্যানবাটির দরজা

আরও পড়ুন: KMC Borough Chairman List: কলকাতা পুরসভার কোন বরোর দায়িত্বে কে? রইল সম্পূর্ণ তালিকা

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.