শেষ হল তৃতীয় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, বিনিয়োগ প্রস্তাব এল কত টাকার?

শেষ হল তৃতীয় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। বিনিয়োগ প্রস্তাব এল ২ লক্ষ ৩৫ হাজার ২৯০ কোটি টাকার। মুখ্যমন্ত্রীর দাবি, নোটবাতিলের বাজারে এই অঙ্ক যথেষ্টই উত্‍সাহব্যঞ্জক। তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলন চূড়ান্ত সফল। দাবি করলেন মুখ্যমন্ত্রী। উত্‍পাদন ক্ষেত্রে এসেছে ৬১ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পঞ্চাশ হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে। নগরোন্নয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে ৪৬ হাজার কোটি টাকার। পরিবহণে প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। পরিকাঠামোয় বিনিয়োগে আগ্রহী চিন। ম্যারিটাইম ইন্ডাস্ট্রিতে লগ্নি করতে চায় নরওয়ে। ইতালির নজর চামড়া শিল্পে। জাপান পানীয় জল ও মেট্রোর প্রকল্পে যুক্ত। দক্ষিণ কোরিয়ার সঙ্গে হিডকোর গ্রিনসিটি সংক্রান্ত মউ সই হয়েছে। গত দুই অর্থবর্ষের হিসেবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Updated By: Jan 21, 2017, 06:22 PM IST
শেষ হল তৃতীয় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, বিনিয়োগ প্রস্তাব এল কত টাকার?

ওয়েব ডেস্ক: শেষ হল তৃতীয় বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। বিনিয়োগ প্রস্তাব এল ২ লক্ষ ৩৫ হাজার ২৯০ কোটি টাকার। মুখ্যমন্ত্রীর দাবি, নোটবাতিলের বাজারে এই অঙ্ক যথেষ্টই উত্‍সাহব্যঞ্জক। তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলন চূড়ান্ত সফল। দাবি করলেন মুখ্যমন্ত্রী। উত্‍পাদন ক্ষেত্রে এসেছে ৬১ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পঞ্চাশ হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে। নগরোন্নয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে ৪৬ হাজার কোটি টাকার। পরিবহণে প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকার লগ্নি প্রস্তাব এসেছে। পরিকাঠামোয় বিনিয়োগে আগ্রহী চিন। ম্যারিটাইম ইন্ডাস্ট্রিতে লগ্নি করতে চায় নরওয়ে। ইতালির নজর চামড়া শিল্পে। জাপান পানীয় জল ও মেট্রোর প্রকল্পে যুক্ত। দক্ষিণ কোরিয়ার সঙ্গে হিডকোর গ্রিনসিটি সংক্রান্ত মউ সই হয়েছে। গত দুই অর্থবর্ষের হিসেবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন ধৃত ১৩৫ জন সিপিএম নেতাকেই নিঃশর্ত মুক্তি দিল আলিপুর আদালত
গত ২ অর্থবর্ষে রাজ্যে মোট ৪ লক্ষ ৯৩ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। তার মধ্যে ৪০% ক্ষেত্রে কাজ শুরু হয়ে গেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। চলতি বছরে ২৭ হাজার কোটি টাকার এলিভেটেড মাস রাপিড ট্রান্সপোর্ট প্রজেক্টের প্রস্তাব দিয়েছে চিন। নোটবাতিলের জেরে বাজারে মন্দা। সেই পরিস্থিতিতে এই বিনিয়োগ যথেষ্টই উত্‍সাহ ব্যঞ্জক বলে দাবি মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন বাম বিক্ষোভে ধাক্কা খেয়েছে রাজ্যের ভাবমূর্তি, তাই মিছিল করল INTTUC

.