শাসকের রোষানলে নাটক, নাট্যকর্মী
রাজ্যের শাসকদলের রোষে পড়ল নাটক। সোমবার কোচবিহারের দিনহাটায় একটি নাটক মঞ্চস্থ করার সময় সংলাপে মা এবং মাটি, এই দুটি শব্দ ব্যবহার করা হয়। অভিযোগ, তারপর থেকেই কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী ওই নাট্যকার এবং তারঁ দলের সদস্যদের হুমকি দিচ্ছিল। বাধ্য হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ওই নাট্যকার। ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে বিতর্ক এবং ক্ষোভ তৈরি হয়েছে।
রাজ্যের শাসকদলের রোষে পড়ল নাটক। সোমবার কোচবিহারের দিনহাটায় একটি নাটক মঞ্চস্থ করার সময় সংলাপে মা এবং মাটি, এই দুটি শব্দ ব্যবহার করা হয়। অভিযোগ, তারপর থেকেই কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী ওই নাট্যকার এবং তারঁ দলের সদস্যদের হুমকি দিচ্ছিল। বাধ্য হয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন ওই নাট্যকার। ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে বিতর্ক এবং ক্ষোভ তৈরি হয়েছে।
অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নাটক সেতুবন্ধন। সোমবার কোচবিহারের দিনহাটায় প্রগতি নাট্য সংস্থার উত্সবে তা মঞ্চস্থ করা হচ্ছিল। নাটক চলাকালীন হঠাতই দর্শকাসনে গুঞ্জন শুরু হয়। অভিযোগ, দর্শকাসন থেকে কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী উঠে দাঁড়িয়ে নাটকের সংলাপ নিয়ে আপত্তি জানান। কেন আপত্তি? দর্শকদের একাংশ অভিযোগে জানিয়েছেন, নাটকের সংলাপে মা,মাটি শব্দ দুটির ব্যবহারে চটে যান তৃণমূল কর্মীরা। তাঁরা অসন্তোষ প্রকাশ করায়, পুলিস রাতে নাটকের নির্দেশক এবং অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করে।
অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ নাট্যকর্মীদের হুমকি দিতে শুরু করেন। নাট্যকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দেশক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে নাটক মঞ্চস্থ করার জন্য ক্ষমা চেয়ে নেন। তারপরই আতঙ্কে দিনহাটা ছাড়ে ওই নাট্যদল। ঘটনার নিন্দায় সরব হয়েছে নাট্যমহল।
ঘটনার নিন্দায় বিবৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের রাজ্য কমিটি।