বঙ্গসম্মান দিল রাজ্য সরকার

শিল্প-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে চোদ্দজন বিশিষ্টজনকে আজ বঙ্গবিভূষণ সম্মান দিল রাজ্য সরকার। বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয় তিনজন শিল্পীকে। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: May 20, 2012, 05:40 PM IST

শিল্প-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে ১৪ জন বিশিষ্টজনকে রবিবার বঙ্গবিভূষণ সম্মান দিল রাজ্য সরকার। বঙ্গভূষণ সম্মান প্রদান করা হয় তিনজন শিল্পীকে। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দফতরের তরফে রবিবার শিল্প-সংস্কৃতি এবং ক্রীড়াক্ষেত্রের ১৭ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মান প্রদান করা হল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 
সুর-সঙ্গীতের জগতে বিশেষ অবদানের জন্য বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হল পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং উস্তাদ আলি আহমেদ হোসেন খাঁকে।
 
চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গবিভূষণ সম্মান পেলেন সুচিত্রা সেন, রঞ্জিত মল্লিক এবং গৌতম ঘোষ।
 
ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রাক্তন হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াসের হাতে তুলে দেওয়া হল বঙ্গবিভূষণ।
 
নাট্যজগতে বিশেষ অবদানের জন্য বঙ্গবিভূষণ পেলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী এবং শাঁওলি মিত্র।
 
সাহিত্যে বঙ্গবিভূষণ প্রাপকরা হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং জয় গোস্বামী।
 
বঙ্গভূষণ সম্মাননা প্রদান করা হল উস্তাদ রশিদ খান, বিক্রম ঘোষ এবং নচিকেতা চক্রবর্তীকে।
 

.