বিজয়গড়ে খুনের ঘটনায় ধৃত ১
যাদবপুরের বিজয়গড়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার হল এক জন। গতকাল রাতে নিজের ফ্ল্যাট থেকে সমন্বয় ভট্টাচার্য নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে পুলিস আজ মঙ্গল মণ্ডলকে গ্রেফতার করে। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। আগে সমন্বয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিন্তু ছ`মাস আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়। এরপর আর দু`জনের কোনও যোগাযোগ ছিল না।
যাদবপুরের বিজয়গড়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার হল এক জন। গতকাল রাতে নিজের ফ্ল্যাট থেকে সমন্বয় ভট্টাচার্য নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে পুলিস আজ মঙ্গল মণ্ডলকে গ্রেফতার করে। তিনি ক্যানিংয়ের বাসিন্দা। আগে সমন্বয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কিন্তু ছ`মাস আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়। এরপর আর দু`জনের কোনও যোগাযোগ ছিল না।
পুলিসি তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকে বিজয়গড়ে সমন্বয়ের বাড়ি থেকে বেরোতে দেখা যায়। তাঁকে আটক করে এরপর জিজ্ঞাসাবাদ চলে। খুনে হাত থাকার কথা জেরায় স্বীকার করে নিয়েছে মঙ্গল। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিক তদন্তে প্রকাশ, শ্বাসরোধ করে খুন করা হয় সমন্বয় ভট্টাচার্যকে।
বৃহস্পতিবার সন্ধে। প্রতিদিনের অভ্যাসমত এদিনও যাদবপুর থানার বিজয়গড়ের বহুতলে নিজের ছেলের ফ্ল্যাটে যান মনোরঞ্জন ভট্টাচার্য। ঘরে ঢুকে দেখেন বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সমন্বয়ের দেহ।
এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত সমন্বয়বাবু গৃহশিক্ষকতা করতেন। একইসঙ্গে একটি সরকারি কলেজে লাইব্রেরিয়ানের কাজও করতেন।