তৃণমূলের সঙ্গে জোট করলে রাজ্যে কংগ্রেসের সাইনবোর্ডও থাকবে না: Bikash

তৃণমূল ও কংগ্রেস কাছাকাছি এলে রাজ্যে বামেরা কী করবে?

Updated By: Jul 25, 2021, 09:27 PM IST
তৃণমূলের সঙ্গে জোট করলে রাজ্যে কংগ্রেসের সাইনবোর্ডও থাকবে না: Bikash

মৌমিতা চক্রবর্তী: বাংলায় তৃণমূলের সঙ্গে আঁতাঁত করলে কংগ্রেসের সাইনবোর্ডও থাকবে না। Zee ২৪ ঘণ্টা ডিজিটালকে এমনটাই বললেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর কথায়,'পেগাসাসের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলকে সঙ্গী করে কংগ্রেস এগানোর সিদ্ধান্ত নিলে বুঝতে হবে তারা ভবিষ্যতের করব খুঁড়ছে। কারণ পেগাসাসের সাহায্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের ফোনে আড়ি পাতার কাজটা সাফল্যের সঙ্গে এ রাজ্যে করছে তৃণমূল।'  

অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) ফোনও নিশানায় ছিল পেগাসাস স্পাইওয়্যারের (Pegasus)। রবিবার কংগ্রেসের (Congress) টুইটার হ্যান্ডেল থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি দিয়ে আক্রমণ করা হয় মোদী সরকারকে। মমতার দিল্লি সফরের আগে এই টুইট সখ্যতার বার্তা বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। বিকাশের (Bikash Ranjan Bhattacharya) অভিমত,'তৃণমূলকে নিয়ে বেশি দূর এগোতে পারবেন না। পেগাসাসের বিরুদ্ধে লড়াই করতে হলে বামপন্থীদের নেতৃত্বে করতে হবে। বামেদের সঙ্গে নিলেই ভারতের রাজনীতিতে টিকে থাকতে পারবে কংগ্রেস। পেগাসাসে যেমন অভিষেকের নাম রয়েছে তেমনই মোদীর মন্ত্রিসভার কয়েকজনের নামও আছে। তাহলে কি তাঁদের সঙ্গে নেওয়া হবে? সেভাবেই তৃণমূলকে সঙ্গে নিয়ে লড়াই করা যাবে না।'

একুশের ভোটে বামেদের সঙ্গে জোট করে লড়াই করেছিল কংগ্রেস। সেই জোট এখনও ভাঙেনি। তবে দিল্লিতে কংগ্রেস-তৃণমূল দোস্তি বাড়লে কি এ রাজ্যে প্রভাব পড়বে না? বিকাশের কথায়,'জোটে সাময়িক প্রভাব পড়লেও বেশি দূর যাবে না। পশ্চিমবঙ্গের কংগ্রেসিরা জানেন তাঁদের দলটাই গিলে খেয়েছে তৃণমূল। আঁতাঁত করলে কংগ্রেসের সাইনবোর্ড থাকবে না। এই বোধবুদ্ধি রাজ্যের কংগ্রেস নেতাদের কাছে। দিল্লিতে যাঁরা দোস্তি করছেন তাঁরা ভুল করছেন।' 

তৃণমূল ও কংগ্রেস কাছাকাছি এলে রাজ্যে বামেরা কী করবে? জোট ভাঙার সিদ্ধান্ত সিপিএম নেবে না বলে ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই সুরেই এ দিন দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক শমীক লাহিড়ী বলেন,'সমীকরণের কিছু নেই। আমরা এখনও জোট চাই। জোটে আছি। ব্রিগেড যে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল তাতে আমরা রয়েছি। বাকি জল্পনা জানি না। কংগ্রেসের কোনও নেতা তৃণমূলের সঙ্গে জোটের কথা আমাদের জানায়নি। সুতরাং এনিয়ে মন্তব্য করব না।'

জোট নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। তবে সম্ভাবনা উড়িয়েও দেননি। তিনি বলেন,'রাহুলের ফোন ট্যাপ করা হচ্ছে অনেক দিন ধরেই। অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব বাদ পড়েননি। তার মধ্যে অভিষেকের নামও রয়েছে। এর তীব্র বিরোধিতা করছি। তদন্ত হওয়া দরকার।সংসদের ভিতরে ও বাইরে নানা ইস্যুতে তৃণমূলের সঙ্গে লড়াই করেছি। আর রাজনীতির চেহারা কোথা থেকে কোথায় যাচ্ছে, আগে থেকে কেউ হলফ করে বলতে পারে না। নতুন সমীকরণ কী হতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে।' 

 

আরও পড়ুন- 'আর বলব না', রবি-অপরাহ্নে Dilip-কে বললেন Saumitra; অনুজকে ক্ষমা BJP-র রাজ্য সভাপতির

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.