বাইক আরোহীর মারে কবজি ভেঙে গেল পুলিসের

Updated By: Nov 10, 2014, 10:33 PM IST
বাইক আরোহীর মারে কবজি ভেঙে গেল পুলিসের

ফের আক্রান্ত পুলিস। শুধু জেলা নয়, খাস কলকাতার বুকেও পুলিসের ওপর আক্রমণ হল। আক্রান্ত হলেন কসবা থানার এক এসআই। বাইক আরোহীর মারে তাঁর কবজি ভেঙে গিয়েছে।

গ্রেফতার করা হয়েছে অন্যতম অভিযুক্তকে। দুই পলাতকের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস। অন্যদিকে, মেচেদা বাসস্ট্যান্ডে মদ্যপ যুবকদের হাতে প্রহৃত হলেন কোলাঘাট থানার কনস্টেবল। দুজনকে গ্রেফতার করা হয়েছে।  এবার খাস কলকাতা শহরে আক্রান্ত হল পুলিস। কোলাঘাটেও মদ্যপ যুবকদের হাতে প্রহৃত হলেন পুলিসকর্মী।

রবিবার রাতে কসবায় এক হেলমেট ছাড়া বাইকআরোহীকে ধরে ফেলে কসবা থানার পুলিস। পুলিসের সঙ্গে তাঁর বচসা বেধে যায়। ঘটনাস্থলে আসেন কসবা থানার এসআই অরিন্দম পাণ্ডা। ওই বাইকআরোহী এবং তাঁর দুই সঙ্গী অরিন্দম পাণ্ডাকে মেরে হাত ভেঙে দেন বলে অভিযোগ। পুলিসের বাইকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পুলিস গ্রেফতার করে অভিযুক্ত সুকান্ত নন্দীকে।  সুকান্তকে আলিপুর আদালতে তোলা হয়।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের মেচেদা বাসস্ট্যান্ডে মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত হন কোলাঘাট থানার কনস্টেবল চন্দন চালক। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্ত মন্টু খান এবং ছোট্টু খানকে।

 

.