Bilkish Begum: পুরভোটের আগে বাম শিবিরে ভাঙ্গন, তৃণমূলে ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর

২০১৫ সালে কলকাতায় যখন তৃণমূলের রমরমা তখন খিদিরপুর অঞ্চালের ওই ওয়ার্ড থেকে জয়ী হন বিলকিস বেগম

Updated By: Nov 27, 2021, 02:59 PM IST
Bilkish Begum: পুরভোটের আগে বাম শিবিরে ভাঙ্গন, তৃণমূলে ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদন: বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পর বামেদের লক্ষ্য এবার পুরভোট। সেই ভোটের আগেই ধাক্কা খেল বাম শিবির।

শনিবার তৃণমূলে যোগ দিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর বিলকিস বেগম। টানা দশ বছর ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বিলকিস বেগম। দশ বছর আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ফৈযাজ আহমেদ খান। পরে ওয়ার্ডটি মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত হয়ে যায়। তার পরই ওই আসনে প্রার্থী করা হয় বিলকিস বেগমকে। 

২০১৫ সালে কলকাতায় যখন তৃণমূলের রমরমা তখন খিদিরপুর অঞ্চালের ওই ওয়ার্ড থেকে জয়ী হন বিলকিস বেগম। পুরসভার অধিবেশনেও বামেদের পক্ষে একটি অগ্রণী ভূমিকা নিতেন বিলকিস। কিন্তু গতকাল বামেদের পুর নির্বাতনে প্রার্থী ঘোষণা করে বামফ্রন্ট। সেই তালিকায় রাখা হয়নি বিলকিসকে। ওই ওয়ার্জে প্রার্থী করা হয়েছে ফৈয়াজ আহমেদ খানকে। তারপরই তৃণমূলে যোগ দিলেন বিলকিস।

আরও পড়ুন- 
২০১৫ সালে কলকাতায় যখন তৃণমূলের রমরমা তখন খিদিরপুর অঞ্চালের ওই ওয়ার্ড থেকে জয়ী হন বিলকিস বেগম

ঘোর তৃণমূল জমানাতেও নিজের আসন ধরে রেখেছিলেন বিলকিস।  ফলে মনে করা হচ্ছে প্রার্থী না করার ক্ষোভ থেকেই ফিরহাদ হাকিমের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সিপিএম কাউন্সিলর। খিদিরপুর ও মেটিয়াব্রুজ অঞ্চল ফিরহাদ হাকিম দেখভাল করেন। তাই তাঁর হাত ধরেই ঘাসফুল শিবিরে পা রাখলেন বিলকিস। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.