ছাত্র মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবি বিমান বসুর
পুলিসের মারে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেন বামফ্রন্ট চেয়রম্যান বিমান বসু। এদিন রাতে সাংবাদিকবৈঠক করে তিনি জানান, ৪ এপ্রিল রাজ্যের সর্বত্র ধিক্কার মিছিল হবে। ওই দিনই টালিগঞ্জ-গড়িয়া এলাকায় ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য বামফন্ট্র।
পুলিসের মারে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করলেন বামফ্রন্ট চেয়রম্যান বিমান বসু। এদিন রাতে সাংবাদিকবৈঠক করে তিনি জানান, ৪ এপ্রিল রাজ্যের সর্বত্র ধিক্কার মিছিল হবে। ওই দিনই টালিগঞ্জ-গড়িয়া এলাকায় ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য বামফন্ট্র।
কাল মৃত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর ময়না তদন্তের পর শোক মিছিল করবে ছাত্র নেতারা। দুপুর ১২টায় এসএফআই রাজ্য দফতরে শায়িত থাকবে দেহ। সেখান থেকে দেহ যাবে নেতাজী নগর কলেজে। ছাত্রটির বাড়ি হয়ে শ্বাশানে শেষকৃত্য হবে ওই ছাত্রনেতার। জানালেন এসএফআই রাজ্য সম্পাদক।