'আমরা এমন পরিস্থিতি আগেও সহ্য করেছি', অর্জুনের 'ফুলবদল' নিয়ে কটাক্ষ দিলীপের!

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, অর্জুন সিং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করলে ভালো হত। এ বিষয়ে কী বললেন দিলীপ ঘোষ। 

Updated By: May 23, 2022, 08:58 AM IST
'আমরা এমন পরিস্থিতি আগেও সহ্য করেছি', অর্জুনের 'ফুলবদল' নিয়ে কটাক্ষ দিলীপের!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান ঘটিয়ে রবিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে ঘরওয়াপসি হয় অর্জুন সিংয়ের (Arjun Singh)। ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে নিজের পুরনো দলে যোগ দিলেন অর্জুন সিং (Arjun Singh)। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সমস্ত নেতারা। জ্য়োতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রাজ চক্রবর্তীরা। তাঁদের উপস্থিতিতেই অর্জুনের গলায় তৃণমূল কংগ্রেসের উত্তরীয় পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অর্জুন সিং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করায় কোনও অশনি সংকেত দেখতে পাচ্ছে রাজ্য রাজনীতি! এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন,  ''অশনিসংকেত কিছু না। অনেক মানুষ এসেছিল, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসেছিল। এখন দেখছে সম্ভব হচ্ছে না অসুবিধা হচ্ছে। যখন ক্ষমতার কাছাকাছি পার্টি যায় তখন অনেক লোক আসে। ক্ষমতার অলিন্দে সবাই থাকতে থাকতে চায়। ক্ষমতার বিরুদ্ধে থাকতে মুশকিল হয়।''

রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, অর্জুন সিং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগদান করলে ভালো হত। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ''সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার নৈতিকতার ব্যাপার। দল ছাড়লেন, প্রতীক ছাড়লেন, পদ ছাড়াও উচিত। রাজনীতির মধ্যে নৈতিকতা নীতি ধীরে ধীরে কমে যাচ্ছে অভাব হয়ে যাচ্ছে।  এইভাবে পার্টির লাভ-ক্ষতি চাইতে গিয়ে রাজনীতির ক্ষতি বেশি হয়। 

তৃণমূলে যোগ দিয়ে রাজ্য বিজেপি ফেসবুকে সংগঠন করে, অর্জুন সিং এর এই মন্তব্যের জবাবে বিজেপি নেতার বক্তব্য, ''উনি রাজ্য বিজেপির একজন নেতা ছিলেন এবং গত এক বছরে ৬০ জনের বেশি কর্মী বাংলায় খুন হয়েছে। এরকম হত না বলে প্রশ্ন তোলেন! বাড়িতে বসে থাকলে সিপিএম কংগ্রেসের মতো খুন হত না, কিছু না কিছু করেছে তিনি নিজেও। সেই অত্যাচারের টার্গেট হয়ে একশোর বেশি কেস তার ওপরে হয়েছে। আমার ওপরে বাংলার সমস্ত কোর্টে কেস আছে। বিজেপি যদি কিছু না করত বিজেপি টার্গেট হত না। বিজেপি বাংলায় বিরোধী দল হত না।''

প্রসঙ্গত, সোমবার কলকাতায় বিজেপির সাংগাঠনিক বৈঠক রয়েছে। সেখানে ভার্চুয়ালি যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। 

আরও পড়ুন, Abhishek Banerjee: অর্জুন ঘরে ফিরতেই শ্যামনগরে বড়সড় জনসভা অভিষেকের, থাকছেন তৃণমূলের শীর্ষ নেতারা

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.