অধীর চৌধুরীর জন্য বিজেপির দরজা খোলা: দিলীপ ঘোষ

৭ পুরভোটে কংগ্রেসের ভরাডুবি। শাসক দলের ঝড়ে উড়ে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং তাদের জোট বন্ধু সিপিআই(এম) সহ আরও বাম দলগুলো। এরই মধ্যে দল ভাঙানোর প্রচেষ্টা শুরু করে দিল বিজেপি। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর জন্য  BJP-র দরজা খোলা, জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ। কংগ্রেসের আরও কয়েকজন নেতাকেও দলে টানতে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন BJP রাজ্য সভাপতি। 

Updated By: May 17, 2017, 06:31 PM IST
অধীর চৌধুরীর জন্য বিজেপির দরজা খোলা: দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক: ৭ পুরভোটে কংগ্রেসের ভরাডুবি। শাসক দলের ঝড়ে উড়ে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং তাদের জোট বন্ধু সিপিআই(এম) সহ আরও বাম দলগুলো। এরই মধ্যে দল ভাঙানোর প্রচেষ্টা শুরু করে দিল বিজেপি। কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর জন্য  BJP-র দরজা খোলা, জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ। কংগ্রেসের আরও কয়েকজন নেতাকেও দলে টানতে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন BJP রাজ্য সভাপতি। 

পঞ্চায়েত মন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি অবশ্য, এবিষয়ে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তাঁর কটাক্ষ, 'দুজনের জন্যই দুজনের দরজা খোলা'।

.