বিজেপিতে বান এসেছে, কিন্তু সিঁদুরে মেঘ দেখছে নেতারা
কেন্দ্রে ক্ষমতা দখলের হাত ধরে রাজ্যে বিজেপির উত্থান অব্যাহত। আজ বীরভূম তো কাল নদীয়া। বেসু থেকে এমনকী নবান্ন। বিজেপিতে যোগদানের হিড়িক চলছেই। এতবড় দল হয়ে গিয়ে রাজ্য বিজেপি নিজেদের আদর্শ ধরে রাখতে পারবে কি? তিনমাসের মধ্যে বিজেপির অন্দরে হাজার প্রশ্ন ঘোরাঘুরি করছে।
বহরে বাড়ছে সংগঠন। কার্যত রোজই বাড়ছে লোকবল। কিন্তু এই ভিড়ের মধ্যে বেনোজলও তো ঢুকছে কমবেশি। তা অবশ্য মানছেন বিজেপি নেতারাও। দলীয় আদর্শ স্পষ্টভাবে তুলে ধরতে তাই এবার কর্মীদের ক্লাস শুরু হচ্ছে জেলায় জেলায়।
নতুনদের ঢালাও স্বাগত জানাচ্ছে গেরুয়া শিবির। কিন্তু ঠিক এই সময় যদি পুরনো নেতা-কর্মীরাও যদি দলে ফিরতে চান, সুযোগ পাবেন কি? এক্ষেত্র অবশ্য ঢালাও ছাড়পত্র দিতে নারাজ রাজ্য নেতারা। দলে ফিরতে হলে ভুল স্বীকার করতে হবে, বলছেন রাহুল সিনহা। প্রবীনদের ফেরাতে শর্ত চাপালেও নবীনদের জন্য অবারিত দ্বার। রাজ্য বিজেপিতে শেষমেশ কাদের দাপট বজায় থাকবে, রাজনৈতিক মহলের নজর এখন সেদিকেই।