নিজস্ব প্রতিবেদন: ভোটের আগে বাংলায় গণটিকাকরণ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেজন্য বুধবার প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ওই চিঠির প্রেক্ষিতে এ পর্যন্ত রাজ্যের টিকাকরণের পরিসংখ্যান তুলে ধরে 'ঘৃণ্য রাজনীতি'র অভিযোগ করেছেন বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। 

জানুয়ারি থেকে কোভিড টিকাকরণ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ধাপে ধাপে ভ্যাকসিন পাঠানো হয়েছে সব রাজ্যে। পশ্চিমবঙ্গের পরিসংখ্যান তুলে ধরে এ দিন মমতাকে নিশানা করেছেন অমিত মালব্য (Amit Malviya)। তাঁর দেওয়া তথ্য বলছে, কেন্দ্রের প্রেরিত ভ্যাকসিনের অর্ধেকও ব্যবহার করতে পারেনি রাজ্য। মালব্য (Amit Malviya) লিখেছেন, 'কোভিড ভ্যাকসিন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পিসি। কিন্তু, যা পাঠানো হয়েছিল, তা কি ব্যবহার করতে পেরেছে পশ্চিমবঙ্গ? ২২,৫১,৮০০ কোভিশিল্ড ও ৪,৯৭,৭৬০ কোভ্যাক্সিনের ডোজ পাঠানো হয়েছে। তার মধ্যে যথাক্রমে ৮,২৬,২৯০ (৩৬.৭%) ও ৬৩,৩৮০ (১২.৭%) টিকা দিতে সক্ষম হয়েছে বাংলা। অতিরিক্ত ৭,৩৮,০০০ ও ৩,৭৫,৮৪০ ডোজ পাঠানো হচ্ছে। এটা ঘৃণ্য রাজনীতি!'

 

উল্লেখ্য, ভোটের আগে বাংলায় গণটিকাকরণ শুরু করতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠিতে তিনি লিখেছেন, 'রাজ্যের সকল নাগরিককে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে ভাবনাচিন্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্যে অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন কিনতে চায় রাজ্য সরকার।' 

আরও পড়ুন- Covid-19 নেগেটিভ হলেই Delhi-তে ঢুকতে পারবেন এই ৫ রাজ্যের বাসিন্দারা

                    

English Title: 
BJP questions on Mamata's letter to PM Modi
News Source: 
Home Title: 

পাঠানো Vaccine-র অর্ধেকও ব্যবহার করতে পারেনি বাংলা, Mamata-র পত্রে জবাব BJP-র  

পাঠানো Vaccine-র অর্ধেকও ব্যবহার করতে পারেনি বাংলা, Mamata-র পত্রে জবাব BJP-র
Yes
Is Blog?: 
No