সন্দীপ প্রামাণিক: মুখ্যমন্ত্রীর ছবিতে 'কালি ছেটানো'র চেষ্টা? অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাশে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ? বেহালায় গ্রেফতার এক বিজেপি কর্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ধৃতের নাম কাজল ভৌমিক। বাড়ি, বেহালার পর্ণশ্রীতে। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত তিনি। মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার একটি ব্যানার বানিয়েছেন তিনি। এদিন সন্ধ্যায় যখন সেই ব্যানারটি এলাকার বিভিন্ন জায়গায় লাগাচ্ছিলেন, তখন কাজলকে গ্রেফতার করে বেহালা থানার পুলিস।



আরও পড়ুন: Exclusive: আপাতত শিল্প দফতর মুখ্য়মন্ত্রীর হাতে? বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক


কেন? এসএসসি দুর্নীতি মামলায় এখন ইডি হেফাজতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি টাকা! সেই টাকা ছবির সঙ্গে মুখ্যমন্ত্রী ছবি জুড়ে ব্যানার বানিয়েছেন বিজেপি কর্মীর কাজল ভৌমিক। নীচে লেখা, 'এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল সত্যি'! 


আরও পড়ুন: Dumdum Airport: বিমানের ই়ঞ্জিনে পাখির ধাক্কা! ফের বিপত্তি কলকাতা বিমানবন্দরে


এর আগে, সোমবার নজরুল মঞ্চে বঙ্গবিভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে  প্রথমবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ে গ্রেফতারি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'এক মহিলাঘটিত ব্যাপারে যেভাবে আমার ছবিতে কালি ছেটানো হচ্ছে, তারা যেন মনে রাখে আমার হাতেও আলকাতরা আছে'। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)