WB By-Poll: Mamata-র কেন্দ্রে BJP-র ২০ হেভিওয়েট, TMC ক্যাম্পও তারকাখচিত

পূর্ণশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে দুই শিবির।

Updated By: Sep 10, 2021, 01:47 PM IST
 WB By-Poll: Mamata-র কেন্দ্রে BJP-র ২০ হেভিওয়েট, TMC ক্যাম্পও তারকাখচিত

নিজস্ব প্রতিবেদন: সবার শেষে প্রার্থী ঘোষণা হয়েছে। কিন্তু তাতে কী! ভবানীপুর উপনির্বাচনে পূর্ণশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি (BJP)। ইতিমধ্য়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে প্রার্থী করেছে দল। এরপরই ভবানীপুর উপনির্বাচনের জন্য ২০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। 

বিজেপির এই ২০ জন স্টার ক্য়াম্পেনারের তালিকায় নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। এছাড়া তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি এবং রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নাম।

আরও পড়ুন: Kolkata: পুলিসি অতিসক্রিয়তার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ শিক্ষক নেতা মইদুল ইসলাম

তাছাড়া রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, রাহুল সিনহা, সাংসদ স্বপন দাশগুপ্ত, অনির্বান গঙ্গোপাধ্য়ায়, প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরি, কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর, শমীক ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্য়ায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, শাহওয়াজ হোসেন, দীনেশ ত্রিবেদী, মনোজ তিওয়ারি এবং হরদীপ সিং পুরির নামও তারকা প্রচারকের তালিকায় রাখা হয়েছে।

কোনও অংশে পিছিয়ে নেই তৃণমূল। নেত্রীর হয়ে উপনির্বাচনে প্রচারের জন্য ২০ জনের তারকাখচিত দল নামিয়েছে তৃণমূলও। শাসকদলের প্রচারকের তালিকায় প্রথমেই নাম রয়েছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের নাম তালিকায় রয়েছে।

আরও পড়ুন: WB By-Poll: ভবানীপুরে Mamata-র বিরুদ্ধে BJP প্রার্থী আইনজীবী Priyanaka Tiberwal

একুশের ভোটে টলিউডের বহু তারকাকে প্রার্থী করেছে তৃণমূল। যাঁদের অনেকেই জিতে বিধায়ক হয়েছে। অনেকে পরাজিত হলেও দলে ভাল পদ পেয়েছেন। যেমন সায়নী ঘোষ। ভোটে হারলেও, তাঁকে যুব তৃণমূলের সভানেত্রী করেছে দল। ভবানীপুর উপনির্বাচনে সায়নী ঘোষকে তারকা প্রচারক করেছে তৃণমূল। এছাড়া রয়েছে দেব, মিমি চক্রবর্তী, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়ের নাম। প্রচার করবেন চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, সুখেন্দুশেখর রায়, শোভনদেব চট্টোপাধ্য়ায়, মালা রায় এবং মনোজ তেওয়ারি।  

.