পুজোর আগেই শহরের সব ভাঙাচোড়া রাস্তার হাল ফেরানোর আশ্বাস পুরমন্ত্রীর

পুজোর আগেই শহরের সবকটি ভাঙাচোরা রাস্তার হাল ফেরানোর আশ্বাস দিলেন পুরমন্ত্রী। বাইপাস থেকে ডায়মন্ডহারবার রোড। যাদবপুর কানেক্টর থেকে বিটি রোড। বর্ষার ভরা মরশুমে শহরের রাস্তার হাল বেহাল। বাকি রাস্তাগুলির মেরামতি কাজ সবে শুরু হয়েছে। মেট্রোর কাজ চলায় রাস্তা সারাইয়ে সমস্যা রয়েছে বেশ কিছু রাস্তায়। সমস্যা কাটিয়ে রাস্তা সারাইয়ের কাজ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে বলে মন্ত্রীর আশ্বাস।

Updated By: Aug 22, 2014, 04:43 PM IST
পুজোর আগেই শহরের সব ভাঙাচোড়া রাস্তার হাল ফেরানোর আশ্বাস পুরমন্ত্রীর

কলকাতা: পুজোর আগেই শহরের সবকটি ভাঙাচোরা রাস্তার হাল ফেরানোর আশ্বাস দিলেন পুরমন্ত্রী। বাইপাস থেকে ডায়মন্ডহারবার রোড। যাদবপুর কানেক্টর থেকে বিটি রোড। বর্ষার ভরা মরশুমে শহরের রাস্তার হাল বেহাল। বাকি রাস্তাগুলির মেরামতি কাজ সবে শুরু হয়েছে। মেট্রোর কাজ চলায় রাস্তা সারাইয়ে সমস্যা রয়েছে বেশ কিছু রাস্তায়। সমস্যা কাটিয়ে রাস্তা সারাইয়ের কাজ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে বলে মন্ত্রীর আশ্বাস।

বাইপাসে রাস্তা ধসে সপ্তাহের প্রথম কাজের দিনই বিপর্যস্ত হয়ে পড়েছিল শহরের যান চলাচল ব্যবস্থা। শহরের লাইফ লাইন বাইপাস একা নয়। ডায়মন্ডহারবার রোড সহ বেশ কিছু রাস্তার হাল বেশ খাস্তা। যানজট, ভোগান্তির শেষ নেই। বাইপাসে তবু কিছু প্যাচওয়ার্ক হয়েছে। বাকি রাস্তাগুলিতে সেভাবে চোখে পড়েনি প্রশাসনিক দাক্ষিণ্য।

মেট্রোর কাজ চলার জন্যই রাস্তাগুলির দীর্ঘস্থায়ী মেরামতি সম্ভব নয়। দাবি পুরমন্ত্রীর। তবে পুজোর আগেই রাস্তাগুলিকে যথাসম্ভব ভদ্রস্থ চেহারা দেওয়ার চেষ্টা চলছে বলে মন্ত্রীর দাবি।

 

.