দুর্গা যখন বার্বি ডল

'শেষ হয়েও যেন হইল না শেষ'। এবছরের মত দুর্গা পুজোর ইতি গজ। কৈলাসে ফিরেছেন উমা। তবুও শরতের আকাশে যেন এখনও পুজো পুজো গন্ধ। বড় দুর্গা-ছোট দুর্গা, এটা-সেটা কতরকমেরই না সাজে সেজে উঠেছিল কলকাতা। ভাবনার সঙ্গে ভাবনার টক্কর। লড়াই হয়েছে সেরার সেরা হওয়ার। এমন অনেক পুজোই রয়েছে যারা হয়ত পুরষ্কার পাননি কিন্তু মনে দাগ কেটেছেন। এমনই এক দুর্গা প্রতিমা আমরা দেখেছি কলকাতায়। কলেজ স্কোয়ার থেকে একটু এগিয়ে শিয়ালদহ স্টেশনের দিকে যেতেই সবার চোখ পড়েছিল বার্বি দুর্গাতে।  

Updated By: Oct 29, 2015, 01:21 PM IST
দুর্গা যখন বার্বি ডল
ছবি: শুভজিৎ

কলকাতা: 'শেষ হয়েও যেন হইল না শেষ'। এবছরের মত দুর্গা পুজোর ইতি গজ। কৈলাসে ফিরেছেন উমা। তবুও শরতের আকাশে যেন এখনও পুজো পুজো গন্ধ। বড় দুর্গা-ছোট দুর্গা, এটা-সেটা কতরকমেরই না সাজে সেজে উঠেছিল কলকাতা। ভাবনার সঙ্গে ভাবনার টক্কর। লড়াই হয়েছে সেরার সেরা হওয়ার। এমন অনেক পুজোই রয়েছে যারা হয়ত পুরষ্কার পাননি কিন্তু মনে দাগ কেটেছেন। এমনই এক দুর্গা প্রতিমা আমরা দেখেছি কলকাতায়। কলেজ স্কোয়ার থেকে একটু এগিয়ে শিয়ালদহ স্টেশনের দিকে যেতেই সবার চোখ পড়েছিল বার্বি দুর্গাতে।  

বার্বি ডল রূপে দুর্গা। প্রচারের আলো না থাকলেও মনের আলোতে সূর্যের থেকেও বেশি তেজ এই পুজোতে ছিল। কচি কাচারা এখনও বলছে, 'বাবা চল না, বার্বি দুর্গা দেখে আসি'। ইচ্ছা থাকলেও উপায় নেই। বিসর্জনে মাটির প্রতিমা গলেছে, কিন্তু কচি কাচার মন গলানো কি এতোই সহজ? সহজ উপায়টা ২৪ ঘণ্টাই দিল। হাতের কাছে রাখুন ছবি। মন চাইলেই বার্বি দুর্গা দেখিয়েই থামিয়ে দিতে পারেন বাচ্চার কান্না। খেতে চাইছে না বাচ্চা, 'ওই দেখো বার্বি দুর্গা এসে গেছে' বলে অনায়াসেই কাজ হাসিল।

আর যিনি বার্বি দুর্গাকে ফ্রেম বন্দি করেছেন তাঁকে কৃতজ্ঞতা না জানালেই নয়। ছবি: শুভজিৎ।   

.