ভাড়া বৃদ্ধির দাবিতে বাস ধর্মঘটে বাস মালিকরা

অগাস্টের তৃতীয় সপ্তাহে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছে বেসরকারি বাস। রাজ্যজুড়ে এই ধর্মঘটে সামিল হবে ৩৭ হাজার বাস। দিন চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে বাস মালিক সংগঠনগুলি।

Updated By: Aug 10, 2013, 10:42 AM IST

অগাস্টের তৃতীয় সপ্তাহে ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছে বেসরকারি বাস। রাজ্যজুড়ে এই ধর্মঘটে সামিল হবে ৩৭ হাজার বাস। দিন চূড়ান্ত করতে আজ বৈঠকে বসছে বাস মালিক সংগঠনগুলি।
বেলা দুটোয় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অফিসে এই বৈঠক রয়েছে। সোমবার মহাকরণে পরিবহণমন্ত্রী ও বাসমালিকদের মধ্যে শেষ বৈকও ভেস্তে যায়। ভাড়াবৃদ্ধির স্পষ্ট আশ্বাস ছাড়া আর কোনও কারণেই ধর্মঘট থেকে তারা সরবেন না বলে জানিয়েছেন বাস মালিকরা।

.