ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাসমালিকরা, মুখ্যসচিবের সঙ্গে নিস্ফলা বৈঠক

ডিজেলের দাম বাড়ছে হু হু করে। আর তাই বহুদিন ধরেই নুন্যতম ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছে বাসমালিক সংগঠনগুলি। 

Updated By: Jan 24, 2021, 05:38 PM IST
ধর্মঘটের সিদ্ধান্তে অনড় বাসমালিকরা, মুখ্যসচিবের সঙ্গে নিস্ফলা বৈঠক

নিজস্ব প্রতিবেদন- ভাড়া বৃদ্ধি করতে হবে। নিজেদের দাবিতে অনড় বাসমালিকরা। রবিবার রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেও কাটল না জট। এখনও ধর্মঘটের পক্ষেই অনড় বাসমালিক সংগঠনগুলি। তবে দুপক্ষ আরও একবার বৈঠকে বসতে পারে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে চলতি মাসের শেষে তিনদিন বাস ধর্মঘট হওয়ার সম্ভাবনা প্রবল।

ডিজেলের দাম বাড়ছে হু হু করে। আর তাই বহুদিন ধরেই নুন্যতম ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছে বাসমালিক সংগঠনগুলি। এদিন রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসে একাধিক প্রস্তাব দিয়েছেন বাসমালিক সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের পর রাজ্য সরকারের সঙ্গে  ফের আলোচনার রাস্তায় খুলল। তবে এখনো তারা ধর্মঘটের অবস্থানে অনড় রয়েছেন বলেও জানিয়ে রেখেছেন।

আরও পড়ুন-  অঘোষিত সেনসরশিপ চলছে, বাকস্বাধীনতা ভূলণ্ঠিত, দেশের শিল্প জগৎ সঙ্কটে : Bratya

রাজ্যের ৫টি বাসমালিক সংগঠন ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। টানা তিনদিন ধর্মঘট চললে নিত্যযাত্রীদের হয়রানির শেষ থাকবে না। তাই বাসমালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসতে চায় রাজ্য সরকার। বিকেল তিনটে নাগাদ বৈঠক শুরু হয়। এদিন বাসমালিক সংগঠনের এক প্রতিনিধি জানান, রাজ্য সরকারকে তাঁরা gst চালু করার প্রস্তাব জানিয়েছেন। রাজ্য সরকার ডাকলে তাঁরা আবার আসবেন বলেও জানিয়েছেন। 

.