আপাতত বাস ধর্মঘট স্থগিত

পরিবহনমন্ত্রীর সঙ্গে কথা বলে আপাতত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠনগুলি। সংগঠের তরফে দাবি করা হয়ছে, "সরকার ভাড়া বড়ানোর আশ্বাস দিয়েছে।" ১৯ ও ২০ অগাস্ট ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলি। পরীক্ষার কথা মাথায় রেখে ২সপ্তাহের জন্য ধর্মঘটে যাবে না বলে জানিয়েছেন তাঁরা।

Updated By: Aug 17, 2013, 04:17 PM IST

পরিবহনমন্ত্রীর সঙ্গে কথা বলে আপাতত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠনগুলি। সংগঠের তরফে দাবি করা হয়ছে, "সরকার ভাড়া বড়ানোর আশ্বাস দিয়েছে।" ১৯ ও ২০ অগাস্ট ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলি। পরীক্ষার কথা মাথায় রেখে ২সপ্তাহের জন্য ধর্মঘটে যাবে না বলে জানিয়েছেন তাঁরা।
আজ পরিবহমন্ত্রী মদন মিত্রর সঙ্গে বৈঠকের পর বাসমালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, "সমস্যা সমাধানের রাস্তা বেড়িয়েছে। ভাড়া বাড়াতে হবে, মানছে সরকার।" এ দিন সরকারের কাছে দ্রুত ভাড়াবৃদ্ধির দাবি জানান তাঁরা। আগামী ২ সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে মন্ত্রকের তরফে আশ্বস্ত করা হয়েছে।

.