By-Polls: ভবানীপুরে মমতার বিরুদ্ধে কে? এই ৪ নাম উঠল BJP নেতাদের ফোনালাপে
প্রার্থী বাছাই নিয়ে আগামিকাল, রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে।
![By-Polls: ভবানীপুরে মমতার বিরুদ্ধে কে? এই ৪ নাম উঠল BJP নেতাদের ফোনালাপে By-Polls: ভবানীপুরে মমতার বিরুদ্ধে কে? এই ৪ নাম উঠল BJP নেতাদের ফোনালাপে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/09/04/343413-dilipsuvendu.jpg)
নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর আসনে মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে কে হবেন বিজেপি প্রার্থী? সূত্রের খবর, প্রার্থী বাছতে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দরে। ঘোরাফেরা করছে ৪ জনের নাম।
বিজেপি সূত্রের খবর, শনিবার রাতে ভবানীপুরে প্রার্থী নিয়ে ফোনে আলোচনা করেছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা (West Bengal BJP)। ওই আলোচনায় ৪ জনের নাম উঠে এসেছে। তাঁরা হলেন- দীনেশ ত্রিবেদী, তথাগত রায়, রুদ্রনীল ঘোষ এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আগামিকাল, রবিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কথা হবে। তার পর দিল্লিতে নাম-প্রস্তাব পাঠাবে রাজ্য বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিলেই প্রার্থী ঘোষণা করা হবে।
ভবানীপুরে বিজেপির প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। পরাজিত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে। অনির্বাণ গঙ্গোপাধ্যায় ছিলেন বোলপুরে বিজেপি প্রার্থী। নির্বাচনে হেরেছেন। ভোটের আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে ঢুকেছেন দীনেশ ত্রিবেদী। প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে তাঁকেই বিজেপি ময়দানে নামাতে পারে বলে জোর খবর। বিজেপি সূত্রের খবর, একুশের বিধানসভা ভোটেও প্রার্থী হতে চেয়েছিলেন তথাগত রায়। তবে তাঁকে টিকিট দেওয়া হয়নি। মমতার বিরুদ্ধে তথাগতর মতো পুরনো বিজেপি নেতাকে প্রার্থী করার ভাবনাচিন্তাও করছে নেতৃত্ব।
আরও পড়ুন- Yoga Break: লাঞ্চ-টি ব্রেক তো আছেই এবার কাজের ফাঁকে 'সরকারি বাবু'রা পাবেন যোগ-বিরতি
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)