Abhishek Banerjee: কাঁথিতে অভিষেকের সভা; 'কেউ যেন শুভেন্দুর বাড়িতে ঢুকে না পড়েন', নির্দেশ হাইকোর্টের

৩ ডিসেম্বর, শনিবার কাঁথিতে শান্তিকুঞ্জের অদূরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের লোকেদের হেনস্থা করার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।

Updated By: Dec 1, 2022, 10:50 PM IST
Abhishek Banerjee:  কাঁথিতে অভিষেকের সভা; 'কেউ যেন শুভেন্দুর বাড়িতে ঢুকে না পড়েন', নির্দেশ হাইকোর্টের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: 'রাত ৮ টার পর মাইক বাজানো যাবে না'। কাঁথিতে শান্তিকুঞ্জের অদূরে অভিষেকের সভায় ছাড়পত্র দিল হাইকোর্ট। পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি মেনে সভা করতে হবে। কেউ যেন শুভেন্দুর বাড়িতে ঢুকে না পড়েন, পুলিস প্রশাসনকে তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। শুধু তাই নয়, সভার পর মঙ্গলবার দিতে হবে রিপোর্টও।

হাতে আর মাত্র একদিন। ৩ ডিসেম্বর, শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় হবে সভা? শুভেন্দুর অধিকারীর বাড়ির শান্তিকুঞ্জ থেকে ঢিলছোড়া দূরত্বে প্রভাত কুমার কলেজের মাঠে। অধিকারীদের পরিবারের বাসভবনে যখন অভিষেক চায়ের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দুর ভাই, সাংসদ দিব্যেন্দু অধিকারী, তখন বাড়ির কাছে সভা আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।  আজ, বৃহস্পতিবার মামলা দায়ের করেন শুভেন্দু। 

আরও পড়ুন: Debangshu Bhattacharya: যুব কমিটি থেকে বাদ, তৃণমূলে এবার আইটি সেলের দায়িত্বে দেবাংশু

কেন? শুভেন্দু আশঙ্কা, কাঁথিতে শান্তিকুঞ্জের ১০০ মিটারের মধ্যে যদি সভা করেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়, তাহলে সেই সভার মাধ্যমে তাঁর পরিবারে লোকেদের হেনস্তা করা হবে। যদিও সেই যুক্তি ধোপে টিকল না আদালত। নির্দিষ্ট দিনেই শুভেন্দুর বাড়ির কাছে শর্তসাপেক্ষে অভিষেক সভা করার অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা।

এদিকে কাঁথিতে যেদিন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, সেদিন ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় পালটা সভা করার পরিকল্পনা করেছে বিজেপি। ৩ ডিসেম্বর দোলনঘাট বাসস্ট্যান্ডে সভার অনুমতি চেয়ে পুলিসে কাছে আবেদন করা হয়েছে। ওই সভায় প্রধানবক্তা শুভেন্দু অধিকারী। কিন্তু বিজেপির কর্মসূচিতে এখনও পুলিসের অনুমতি মেলেনি। কেন? গেরুয়াশিবির যখন হাইকোর্টের দ্বারস্থ হল, তখন শনিবারই দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মিছিল করার সিদ্ধান্ত নিল তৃণমূল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.